বাংলার খবর
গড়িয়াহাটে জোড়া খুনে ছ’জনের বিরুদ্ধে ৮০ জনের সাক্ষী সহ চার্জশিট দাখিল পুলিশের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বালিগঞ্জের কাঁকুলিয়া রোডে কর্পোরেট সংস্থার উচ্চপদস্থ কর্তা সুবীর চাকী ও তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা শুক্রবার ৬ জনের নামে চার্জশিট দিল। আলিপুর আদালতে পেশ করা পাঁচশোর বেশি পাতার এই চার্জশিটে ৮০ জন সাক্ষীর নাম রয়েছে।
গত বছর দুর্গা পুজোর পরেই এই জোড়া খুন রাজ্যে হৈচৈ ফেলে দিয়েছিল। ৮৭ দিনের মাথায় চার্জশিট জমা দিল তদন্তকারী দল। জোড়া খুন মামলায় অভিযুক্ত মিঠু হালদার, বাপী মণ্ডল, জাহির গাজী, সঞ্জয় মণ্ডল, ভিকি হালদার, শুভঙ্কর মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট আলিপুর আদালতে জমা দেওয়া হয়েছে। গত ১৭ অক্টোবর গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডের বাড়িতে খুন হয়েছিলেন কর্পোরেট কর্তা সুবীর চাকী এবং তাঁর গাড়ির চালক রবীন মণ্ডল। খুনের মূলচক্রী মিঠু হালদার নামে এক পরিচারিকাকে ডায়মণ্ড হারবারে তাঁর বাড়ি থেকে প্রথমে গ্রেফতার করে পুলিশ।
তারপর বাপি মণ্ডল এবং জাহির গাজি নামে দু’জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ঘটনার ১২ দিনের মাথায় চতুর্থ অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত ভিকি এবং তাঁর সঙ্গী শুভঙ্কর তখনও অধরা ছিলেন। পরে তাঁদের মুম্বই থেকে গ্রেফতার করে পুলিশ। সুবীর বাবুর বাড়ির পরিচারিকা মিঠু ও তাঁর ছেলে ভিকি’ই এই জোড়া খুনের মূলচক্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সম্পত্তির লোভেই মা ও ছেলে মিলে এই খুনের ছক সাজিয়েছিলেন।