Uncategorized
কবর থেকে আনিসের দেহ তুলতে তদন্তকারীদের বাধা এলাকাবাসীর, আদালত অবমাননার অভিযোগ পুলিশের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন আগেই নিজের বাড়িতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের। পরিবারের লোকজনের অভিযোগ আমতা থানার পুলিশ তাদের ছেলেকে খুন করেছে। তারপর থেকেই উত্তাল হয়ে উঠেছে সারা রাজ্য।
আনিস খানের পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানাতে শুরু করে। এরপর রাজ্য সরকার তদন্তের জন্য একটি সিট গঠন করে। যদিও পরিবারের লোকেরা নিরপেক্ষ তদন্তের জন্য হাইকোর্টে মামলা করে। হাইকোর্টও সিট-এর ওপর তদন্তের ভার দেয়। আনিসের দেহ কবর থেকে তুলে আরেকবার ময়না তদন্তের কথা বলে সিট। আনিসের বাবা সালিম খান শারীরিক ভাবে অসুস্থ। সুতরাং তদন্তকারী অফিসারদের সোমবার আসার কথা বলেন। কিন্তু বাস্তবে শনিবার ভোরবেলা সিট-এর তদন্তকারি অফিসার তাদের টিম নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আনিস খানের দেহ তুলতে যায়। খবর পেয়ে ছুটে আসে আনিসের পরিবারের লোকজন এবং গ্রামবাসী। সিট-এর তদন্তকারি অফিসার এবং পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
দেহ কবর থেকে ধোঁয়া তুলে ফিরে আসতে হয় তদন্তকারী দলকে। আনিশের বাবা সালিম খান অভিযোগ করেন সিট-এর অফিসার এবং পুলিশ আনিস খানের দেহ ভোরের অন্ধকারে চুরি করতে এসেছিল। তিনি এখানেই সিট-এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেন। আনিসের দেহ কবর থেকে তুলতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শনিবার ভোরে। তার পরই টুইট করে এই ঘটনায় আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ তুলল রাজ্য পুলিশ। পুলিশের টুইটে বলা হয়েছে, ‘মহামান্য হাই কোর্টের নির্দেশ মেনে শনিবার আনিস খানের দেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে গিয়েছিলেন সিটের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন ম্যাজিস্ট্রেটও। আদালতের নির্দেশ অমান্য করে তাঁদের কাজে বাধা দেওয়া হয়।’