বাংলার খবর
ট্রাফিক আইন ভঙ্গকারীর লাইসেন্স বাতিল করতে পারবে না পুলিশ, কলকাতা হাইকোর্টের নির্দেশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিছুটা স্বস্তি। ট্রাফিক আইন ভঙ্গ করলে আর লাইসেন্স বাতিল করতে পারবে না কলকাতা পুলিশ। কেবলমাত্র লাইসেন্স বাজেয়াপ্ত করা যাবে। বুধবার এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে বুধবার এক মামলার শুনানিতে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিয়েছে, এবার থেকে ট্রাফিক আইন ভঙ্গকারীদের লাইসেন্স বাতিল করতে পারবে না কলকাতা পুলিশ। শুধুমাত্র বাজেয়াপ্ত করে লাইসেন্স বাতিলের সুপারিশ জানাতে পারবে পুলিশ। লাইসেন্স একমাত্র বাতিল করার ক্ষমতা রয়েছে লাইসেন্স কর্তৃপক্ষের।
গত ১৯ মে সাউথ সিটি মল থেকে আলিপুর যাওয়ার পথে গাড়ির গতি বেশি থাকায় প্রিয়াসা ভট্টাচার্য নামে এক মহিলার লাইসেন্স বাতিল করে কলকাতা ট্রাফিক পুলিশ। পুলিশের অভিযোগ, ওই রাস্তায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর নির্দেশিকা জারি থাকলেও ওই মহিলা ঘণ্টায় ৬২.১ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। সেই কারণে ওই মহিলার গাড়ি আটকায় পুলিশ। এবং ৯০ দিনের জন্য তাঁর লাইসেন্স বাতিল করে দেয় কলকাতা ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার।
এরপর গত ২১ মে নিজের লাইসেন্স ফেরত চেয়ে লালবাজারের সংশ্লিষ্ট বিভাগে একটি মেইল করেন প্রিয়াসা। তাঁর অভিযোগ, আবেদন করা সত্ত্বেও তাঁর লাইসেন্স ফেরত দেওয়া হয়নি। সেই কারণেই বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।
ওই মহিলার আইনজীবী আদালতের কাছে দাবি করেন, মটর ভেইকেল আইন অনুযায়ী পুলিশের লাইসেন্স বাতিল করার কোনও ক্ষমতা নেই। তাঁর এই দাবি মেনেও নেয় আদালত। এদিন সেই মামলার শুনানিতেই বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, ‘মামলাকারী যেভাবে গাড়ি চালাচ্ছিলেন, তা ঠিক নয়। অত জোরে গাড়ি চালানো উচিত নয়। নির্দিষ্ট গতি মেনেই গাড়ি চালানো উচিত। কিন্তু ট্রাফিক আইন ভঙ্গ করলেও কলকাতা পুলিশের লাইসেন্স বাতিল করার কোনও অধিকার নেই। লালবাজার ট্রাফিক কন্ট্রোল বিভাগ শুধুমাত্র লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারে।’
তবে আদালতের এই রায় যথেষ্ট উদ্বিগ্ন কলকাতা পুলিশ। লালবাজারের আশঙ্কা, লাইসেন্স বাতিল না হওয়ার জন্য শহরে আরও বেশি করে ট্রাফিক আইন ভঙ্গ হওয়ার প্রবণতা বেড়ে যাবে।