বাংলার খবর
নাবালিকার বিয়ে আটকাল পুলিশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোপণ সুত্রে খবরের ভিত্তিতে নাবালিকার বিয়ে আটকাল উত্তর দিনাজপুর জেলার চাইল্ড লাইন ও করণদিঘী থানার পুলিশ। চাইল্ড লাইন সুত্রে জানা গিয়েছে, তাদের কাছে খবর আসে যে করণদিঘী থানার রসাখোয়া এলাকার অধীন এক ১৫’বছরের নাবালিকার বিয়ে হচ্ছে।
সেই মোতাবেক চাইল্ড লাইনের পক্ষ থেকে করণদিঘী থানা ও বিডিও অফিসে জানানো হয়। পড়ে করণদিঘী থানার অন্তর্গত রাসাখোয়া পুলিশ ফাঁড়িকে সঙ্গে নিয়ে গ্রামে গিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করে চাইল্ড লাইন। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে নাবালিকার বাবার ও মায়ের সঙ্গে কথাও বলে চাইল্ড লাইনের সদস্যরা। নাবালিকার বিয়ে দিলে কী ধরণে ক্ষতি হতে পারে, তা বোঝানো হয়।
পাশাপাশি রাজ্য সরকার মেয়েদের শিক্ষা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত একাধিক প্রকল্প গ্রহণ করেছে, তাও বোঝানো হয়। পড়ে পরিবারের লোকেদের কাছে মুচলেকা নেওয়া হয়।মেয়েটিকে কাউন্সিলিংয়ের জন্য হোমে নিয়ে যাওয়া হয়েছে। পড়ে সিডব্লুসি-এর নির্দেশ অনুসারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চাইল্ড লাইনের সদস্য উত্তম কুমার দাস।