বাংলার খবর
বিড়ি চাওয়া নিয়ে ঝামেলা, বাঁশ দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিড়ি চাওয়ার অপরাধ! বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক যুবককে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে, হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, হাওড়ার থানার রামকৃষ্ণপুর ঘাট এলাকায় গঙ্গার ধারের ফুটপাতে রাতে বেশকিছু যুবক আড্ডা মারে এবং শুয়ে থাকে। শুক্রবার রাত বারোটা নাগাদ বিড়ি চাওয়াকে কেন্দ্র করে রঞ্জিত সিং এবং মুসলি রাও সঙ্গে রাজু রাও নামে এক যুবকের গন্ডগোল বাধে বলে অভিযোগ। প্রথমে তাদের মধ্যে বচসা শুরু হয় এবং পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। অভিযোগ, রাগের মাথায় রাজু বাঁশ এবং ইট দিয়ে দিয়ে দু’জনকেই মারতে থাকে। দুজনই রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া থানার পুলিশ।
এরপর আহতদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই রাত একটা নাগাদ মারা যায় মুসলি রাও। তার বাড়ি বৈষ্ণব মল্লিক লেনে। পুলিশ জানিয়েছে, বাঁশের আঘাতে মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। আহত অবস্থায় রঞ্জিত সিংহ হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রঞ্জিতের অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল রাতেই রাজু রাওকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়েছে। ধৃতকে শনিবার হাওড়া আদালতে তোলা হবে।
আরও পড়ুন: বেআইনি অস্ত্র উদ্ধারে তৎপর প্রশাসন, বাজেয়াপ্ত প্রচুর তাজা বোমা
অন্যদিকে, শোবার ঘর থেকে রহস্যজনক অবস্থায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুমন মন্ডল (২২)। পেশায় সে দিনমজুর। এদিন সকালে বাড়ির লোকেদের অলক্ষে শোবার ঘরে বক্স বাজিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় ওই বাড়িতে মৃত যুবকের ঠাকুরমা উঠোনে সবজি কাটছিলেন । বক্সের আওয়াজে তিনি কিছু বুঝতে পারেননি। পরে দরজা না খোলায় পাড়া-প্রতিবেশীদের ডেকে তা ভাঙ্গা হয়। এরপর শোবার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: ঠাকুরনগরে মেলায় যাওয়ার পথে অসুস্থ, মাঝপথ থেকেই রাজভবনে ফিরলেন রাজ্যপাল
যদিও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।