ভিন রাজ্যে মাদক পাচারের চেষ্টার অভিযোগ, পুলিশের জালে ৪
Connect with us

বাংলার খবর

ভিন রাজ্যে মাদক পাচারের চেষ্টার অভিযোগ, পুলিশের জালে ৪

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  ফের পুলিশের জালে ৪ মাদক কারবারী। উদ্ধার কোটি টাকার ব্রাউন সুগার। ফের সক্রিয় মাদক পাচারকারীদের চক্র। শিলিগুড়িকে করিডর করে ভিন দেশ বা ভিন রাজ্যে মাদক পাচার এখন পাচারকারীদের নিত্যদিনের কাজ।

এদিকে মাদক মুক্ত শহর গড়তে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস।তাদের লাগাতার অভিযানে বর্তমানে পাচারকারীরা কোনঠাশা হলেও বেশ কিছু মাদক চক্র এখনও বেশ সক্রিয়। শুক্রবার এমনই এক মাদকচক্রের ৪ পান্ডাকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর SOG এবং এন জে পি থানা।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে পোস্ট, পুলিশের জালে যুবক

Advertisement

মঙ্গলবার রাত্রে তাদের যৌথ অভিযানে এনজেপি থানার অধিনস্থ পোরাঝার থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় এক কিলোগ্রাম ব্রাউন সুগার। যার বাজার মুল্য আনুমানিক ২ কোটি ১০ লাখ টাকা। ধৃতদের নাম আব্দুল রজ্জাক, মুসিদুল মন্ডল, উভয়ই নদীয়া জেলার পলাসীপাড়ার বাসিন্দা। অপরদিকে হাবিবুর শেখ এবং আতিকুল ইসলাম উভয়ই মুশিদাবাদের বাসিন্দা।পুলিশ সুত্রে জানাগেছে অভিযুক্তরা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের সাথে জড়িত এবং একটি সংগঠিত ড্রাগ কারবারি চক্রের সদস্য। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। 

অন্যদিকে, আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট। সেই সূত্র ধরে দুই যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার রাতে  ইংরেজবাজার থানার পুলিশ মহদীপুর অঞ্চলের গৌড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন: শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ফিল্ম দুনিয়াকেও আমন্ত্রণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement

জানা গিয়েছে,  ধৃত ওই দুই যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ এবং শিব শংকর ঘোষ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে,  উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র-গুলির কোনও বৈধ কাগজ পাওয়া যায়নি।