ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু তদন্তে পুলিশ, এলাকায় চাঞ্চল্য
Connect with us

বাংলার খবর

ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু তদন্তে পুলিশ, এলাকায় চাঞ্চল্য

Rate this post

সুমন পন্ডিত, ঝাড়গ্রাম : মঙ্গলবার পৃথক দুর্ঘটনায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ও সাঁকরাইল ব্লকে দুই যুবকের মৃত্যু হয়। মঙ্গলবার প্রথম পথ দুর্ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার নিচু পাতিনা এলাকায়। দুটি বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহি। মৃত যুবকের নাম দিলীপ সরেন, তার বয়স ২৮ বছর, তার বাড়ি নয়াগ্রাম থানার ডাহিগ্রামে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় নয়াগ্রাম থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ টি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে অপর বাইক আরোহীর সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অপরদিকে মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা এলাকায় ইঞ্জিন ভ্যান উল্টে এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম রাজু মাহাত, তার বয়স ১৯ বছর, তার বাড়ি সাঁকরাইল থানার সোনাখুলি গ্রামে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে ঠিক কি কারণে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Advertisement

আরও পড়ুন – ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শীর মৃত্যুতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Continue Reading
Advertisement