বাংলা বনধের ডাক দিয়ে মাওবাদী পোস্টার জঙ্গলমহলে
Connect with us

রাজনীতি

বাংলা বনধের ডাক দিয়ে মাওবাদী পোস্টার জঙ্গলমহলে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের মাওবাদী পোষ্টার জঙ্গলমহলে। বাংলা বনধ এর ডাক দিয়ে। রবিবার বিনপুর থানার কাঁকো অঞ্চলের ভান্ডারপুর গ্ৰামে মাওবাদী পোস্টার পাওয়া যায়। অভিযোগ, স্পেশাল হোমগার্ডে ক্রিমিনালদের চাকরি দেওয়ার প্রতিবাদে এবং দুর্নীতি পরায়ন তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে আগামী ৮ এপ্রিল বাংলা বনধ এর ডাক দেয় মাওবাদীরা। কিছুদিন ছাড়া ছাড়া জঙ্গল মহলের বিভিন্ন জায়গায় মাওবাদী পোষ্টার পাওয়ার ঘটনায় পুলিশ প্রশাসন এর কপালে চিন্তার ভাঁজ। দীর্ঘ দশ বছর পর প্রশান্ত বোস গ্রেফতারের প্রতিবাদে মাওবাদীদের ডাকা বনধ এ ব্যাপক সাড়া পড়ে জঙ্গল মহলে। তারপর ফের ৮ এপ্রিল মাওবাদীদের ডাকা বনধ নিয়ে চিন্তায় পুলিশ প্রশাসন। 

 অন্যদিকে, এদিন আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলার, বিভিন্ন থানার পুলিশ। বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলছে বেআইনি অস্ত্র উদ্ধার। পাশাপাশি দুষ্কৃতীদের গ্রেফতারের কাজ। ঝাড়গ্রাম জেলাজুড়ে জেলা পুলিশের পক্ষ থেকে বেআইনি অস্ত্র উদ্ধার এর পাশাপাশি দুষ্কৃতীদের গ্রেফতারের কাজ জোরকদমে চলছে।

আরও পড়ুন: হাইকোর্টে মেলেনি রক্ষাকবচ, ৬ এপ্রিল CBI তলব অনুব্রতকে

Advertisement

শনিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের মধ্যে ফ্লাইওভারের নিচে পুলিশ খবর পায় আগ্নেয়াস্ত্র সহ একব্যক্তি ঘোরাফেরা করছে। পুলিশের কাছে খবর ছিল শহরের মাঝে লোকালবোর্ড পুকুরের কাছে কিছু দুষ্কৃতী জমায়েত হচ্ছে। তল্লাশি চালিয়ে বুদ্ধদেব সিং কে আগ্নেয়াস্ত্র সহ পুলিশ গ্রেফতার করে। বুদ্ধদেব সিং এর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ধাদকি ডাঙ্গা এলাকায়। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ পুলিশ উদ্ধার করেছে।

আরও পড়ুন: নিজে ডেকেও কনভেনশনে গরহাজির বিমল গুরুং, পাহাড়ের রাজনীতিতে দলবদলের জল্পনা

পাশাপাশি জেলার বিনপুর থানার মাগুরিয়া থেকে বিশ্বজিৎ দাস, বেলিয়াবেড়া থানার আন্ধারিয়া থেকে কিশোর বিশাল, লালগড় থেকে নিধির সবর কেও রাতেই পুলিশ অস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করে। রবিবার ধৃত চারজনকে ঝাড়গ্রাম আদালতের বিশেষ আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করেছে। পুলিশের পক্ষ থেকে অস্ত্র উদ্ধার এর পাশাপাশি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। লালগড় থেকে ধৃত নিধির শবরকে চারদিন পুলিশ হেপাজত দিলেও বাকি তিন জলের জেল হেপাজতের নির্দেশ দেয় বিশেষ আদালত।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.