বাংলার খবর
আইনকে থোড়াই কেয়ার! পুলিশি অভিযানে বন্ধ হল নাবালিকার বিয়ে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাধাকুণ্ড গ্রামে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। বাল্যবিবাহ রোধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। কিন্তু বারেবারে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হলেও খুব একটা সুফল মিলছে না। কোনও না কোনও কারণে সরকারি নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই নাবালিকা মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন পরিবারের সদস্যরা।
সেরকমই অভিযান চালিয়ে এক নাবালিকাকে বিয়ে দেওয়ার হাত থেকে উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে ২৯ এপ্রিল রাধাকুণ্ড গ্রামে এক নাবালিকা বিয়ে হচ্ছে এই খবর পান কোতুলপুর ব্লক প্রশাসন। তড়িঘড়ি CDPO কোতুলপুর জয়ব্রত কুণ্ড মহাশয় এবং আরেক আধিকারিক অমিত কুমার মন্ডল ও কোতুলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হন প্রশাসনের আধিকারিকরা।
আরও পড়ুন: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়
এরপর সেখানে গিয়ে তাঁরা দেখেন বিয়ের সমস্ত আয়োজন তৈরি। শুধু আরেকটু সময়ের অপেক্ষা। এরপর সঙ্গে সঙ্গেই বিয়ে বন্ধ করে দেন ব্লক আধিকারিকরা। ১৮ বছরের নিচে মেয়ের বিয়ে দিলে কি কি সমস্যা হতে পারে এবং এটা যে দণ্ডনীয় অপরাধ সে কথাও নাবালিকার বাবা রাম প্রসাদ ভূমিজকে এবং পরিবারের লোকজনদের জানান আধিকারিকরা।
অবশেষে তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন প্রশাসনের আধিকারিকরা। এই বিষয়ে পরিবারের তরফ থেকে এবং ঐ নাবালিকা নিজে স্বীকারোক্তি দিয়েছে যে কোনও মতেই ১৮ বছরের নিচে মেয়ের বিয়ে দেবেন না।
আরও পড়ুন: আইনি জটে অনুব্রত, লালবাতির গাড়ি ব্যবহার নিয়ে দায়ের জনস্বার্থ মামলা
এখন দেখার বিষয়, এরপরেও কি লুকিয়ে বিয়ে দেবেন পরিবারের লোকজন প্রশ্ন কিন্তু থাকছে। তবে প্রশাসনিক আধিকারিকরা এও জানিয়েছেন যেম, এরপরেও যদি তাঁরা মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে যে আইন আছে সেই আইনে সাহায্যে পরিবারের লোকজন এবং বিয়েতে আমন্ত্রিতরাও রক্ষা পাবেন না। এত করেও কি বাল্যবিবাহ রোধ করা যাবে! মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় তাহলে কি করে সম্ভব সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।