বাংলার খবর
লাটাগুড়িতে মেলার ফুচকায় বিষক্রিয়া, অসুস্থ ৩০

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কালিপুজোর দিন থেকে প্রত্যেক বছরের মতো এই বছরও মেলা বসেছিল। মেলায় বিভিন্ন রকমের আমোদ-প্রমোদের আয়োজন থাকে। এছাড়া থাকে সুস্বাদু খাবারের দোকান। সেই পাড়ার মেলায় ফুচকা খেয়ে শিশু সহ অসুস্থ হয়ে পড়ল প্রায় ৩০ জন।
তাদের মধ্যে বেশ কয়েকজন ভর্তি মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। অসুস্থ অবস্থায় অনেকে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কুমলাই ও লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। ভাইফোঁটার দিন মাল ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় ছোট একটি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ফুচকার দোকান ছিল। সেখানে ফুচকা খাওয়ার পর রবিবার সকাল থেকেই বেশ কয়েকজনের পেটের সমস্যা ও বমি শুরু হয়।
তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া কয়েকজনকে সোমবার ছেড়ে দেওয়া হলেও নতুন করে অবস্থার অবনতি হওয়ায় ফের বেশ কয়েকজনকে মাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছেন মাল ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রিয়াঙ্কু জানা।