দেশের খবর
ওমিক্রন আতঙ্কের জন্য বাতিল প্রধানমন্ত্রীর ইউএই সফর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্ব জুড়ে আতঙ্কের নাম ওমিক্রন। ওমিক্রনের পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনা। হু-হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বহু মানুষ আক্রান্ত হওয়ার ফলে ফের বিপর্যস্ত সারা বিশ্ব। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রত্যেক দেশে বৈদেশিক উড়ান বাতিল হয়েছে।
আবার কোথাও উড়ানের সময় সূচিতে বদল করা হচ্ছে। করোনা এবং ওমিক্রনের বাড়-বাড়ন্তে ইউএই সফরের সিদ্ধান্ত বাতিল করল প্রধানমন্ত্রীর দফতর। ওমিক্রন আতঙ্কের জেরে স্থগিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ জানুয়ারি সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েত যাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু ঝড়ের গতিতে বেড়ে চলা ওমিক্রন সংক্রমণের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর ওই সফর স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে।