দেশের খবর
মোদির মন কি বাত: স্বচ্ছতার উপর জোর দেওয়ার বার্তা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সদ্য প্রকাশিত হয়েছে দেশের পাঁচ রাজ্যের নির্বাচনী ফল। আর তাতে পঞ্জাব বাদে চার রাজ্যে আশাতীত সাফল্য লাভ করেছে গেরুয়া শিবির। বিজেপির(BJP) এই জয়জয়াকারে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী Narendra Modi। রবিবার ২৭ মার্চ মাসের শেষ সপ্তাহে ৮৭তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসে বিশ্বের দরবারে ভারতের সাফল্যের কথা তুলে ধরলেন মোদি।
এদিন সকাল ১১টায় মন কি বাতের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী জানান, সংকল্প থাকলে সাফল্য আসবেই। এছাড়াও সুস্বাস্থ্যের জন্য স্বচ্ছতায় জোর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ”লোকালকে গ্লোবাল করাই লক্ষ্য। বিশ্ববাজারে বেড়েছে ভারতীয় দ্রব্যের চাহিদা। মেক ইন ইন্ডিয়ার ঐতিহাসিক সাফল্য। রফতানি করে দেশের আয় হয়েছে ৪০০ বিলিয়ন ডলার। বেড়েছে আয়ুর্বেদিক ওষুধের চাহিদা। বন্ধ করতে হবে জলের অপচয়।”
আরও পড়ুন: টানা দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মসনদে যোগী, লখনউতে জমকালো অনুষ্ঠানে উপস্থিত মোদি-শাহরা
এছাড়াও এদিন তিনি জল সংরক্ষণের উপর জোর দেওয়ার কথাও জানিয়েছেন। অন্যদিকে গত শুক্রবার প্রধানমন্ত্রী মোদি তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত পুস্তিকা শেয়ার করেছেন। যা গত মাসের মন কি বাত পর্বের আকর্ষণীয় দিকগুলিকে তুলে ধরা হয়েছে। যার মধ্যে কয়েকজনের সাক্ষাৎকারও রয়েছে। এছাড়াও তিনি এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথাও এদিন মন কি বাতের অনুষ্ঠান থেকে বলেন।
আরও পড়ুন: অর্থনীতির বেহাল দশা, ভারতের উপকূলবর্তী শহরগুলিতে বাড়ছে শ্রীলঙ্কান শরণার্থীর সংখ্যা
প্রসঙ্গত, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে চার রাজ্যে ব্যাপক মার্জিনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। বিপুল ভোটে জয়ী হয়ে শুক্রবার ফের দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন Yogi Adityanath। গত শুক্রবার তিনি দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
এদিন উত্তরপ্রদেশের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে তাঁকে শপথ বাক্য পাঠ করান উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল Anandiben Patel। জানা গিয়েছে যোগী আদিত্যনাথ হলেন উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী। যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ন করে ফের ক্ষমতায় ফিরে এসেছেন। এদিকে যোগী আদিত্যনাথ ছাড়াও এদিন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন Keshav Prasad Maurya ও Brajesh Pathak।