দেশের খবর
মতুয়াদের মন পেতে উদ্যোগী মোদি, বারুণী স্নানের মেলা উপলক্ষে ভার্চুয়াল বক্তব্য রাখবেন নমো

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গলবার উত্তর ২৪ পরগণা জেলার ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মতুয়া মেলায় আগত ভক্তদের উদ্দেশ্যে এদিন ভার্চুয়াল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী Narendra Modi। এদিন বিকেল ৪.৩০টে থেকে এই ভার্চুয়াল বক্তৃতা শুরু হবে বলে জানিয়েছেন বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুর।
মতুয়াদের মন পেতে এর আগেও উদ্যোগী হয়েছিলেন প্রধানমন্ত্রী। ফের মতুয়া সমাজের আরও কাছাকাছি যেতে মঙ্গলবার বারুণী স্নান উপলক্ষ্যে মতুয়া ভক্তদের ভার্চুয়াল শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন জায়ান্ট স্ক্রীনের মাধ্যমে তাঁদের সঙ্গে বক্তব্য রাখবেন তিনি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ২৯ তারিখ মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ ধর্মমেলায় আগত মতুয়াদের উদ্দেশে বক্তৃতা দেবেন।
আরও পড়ুন: সেনাবাহিনীর ছুটি নিয়ে খুব শীঘ্রই বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র
এটা মাতুয়া সমাজকে ঠাকুরের জন্মদিনে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। আগে কখনও দেশের প্রধানমন্ত্রী এ ভাবে মতুয়াদের মেলায় অংশগ্রহণ করেননি। এটা মতুয়া সমাজের কাছে বড় পাওনা। রাজনৈতিক মহলের একাংশের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটে মতুয়া সমাজকে নিজেদের পাশে ধরে রাখতেই প্রধানমন্ত্রী এমন পদক্ষেপ নিয়েছেন। কারণ, পশ্চিমবঙ্গের গত কয়েকটি নির্বাচনে মতুয়া সমাজ বার বার পাশে থেকেছে কেন্দ্রের শাসকদল বিজেপি-র। তাই মন্ত্রিসভায় তাঁর সতীর্থ শান্তনুর দাবি এক কথায় মেনে নিয়েছেন মোদি।
আরও পড়ুন: বোরখা পরে বসা যাবে না পরীক্ষায়, হিজাব বিতর্কের মাঝেই কর্ণাটকের স্কুলে নোয়া ফরমান
এদিকে প্রধানমন্ত্রীর কর্মসূচির প্রস্তুতি নিতে ঠাকুরবা়ড়িতে এখন সাজ সাজ রব। প্রধানমন্ত্রীর বক্তৃতা উপলক্ষে ঠাকুরবাড়ির এলাকা জুড়ে ছয়টি সুবিশাল স্ক্রিন লাগানো হচ্ছে। বনগাঁ লোকসভা এলাকায় মোট ২০টি জায়েন্ট স্ক্রিন লাগানো হবে। এ ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মতুয়া প্রতিনিধিদের জন্য প্রধানমন্ত্রীর বক্তৃতার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছেন মহাসঙ্ঘ কর্তৃপক্ষ। নেটমাধ্যমের বিভিন্ন মঞ্চে মতুয়া মহাসঙ্ঘ প্রধানমন্ত্রীর বক্তৃতা সম্প্রচার করে ভিন দেশে থাকা মতুয়াদের কাছে পৌঁছে দিতে চাইছে।