শহীদ দিবসে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
Connect with us

দেশের খবর

শহীদ দিবসে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁদের অবদান অনস্বীকার্য। বীর সৈনিকদের ৯১ তম মৃত্যুদিবসে তাঁদের স্মরণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। 

১৯৩১ সালের ২৩ মার্চ ভগত সিং, সুকদেব এবং রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে এই দিনকেই শহিদ দিবস হিসেবে স্বীকৃতি দেয় ভারত সরকার। শহিদ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধি এবং অশোক গেহলটও।

বুধবার শহিদ দিবসে টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘শহিদ দিবসে ভারত মাতার অমর পুত্র বীর ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি। মাতৃভূমির জন্য আত্মবলিদান সবসময় দেশবাসীকে অনুপ্রাণিত করবে।’

Advertisement

আরও পড়ুন: ২৩ মার্চ কলকাতায় ‘বিপ্লব ভারত গ্যালারীর’ উদ্বোধন করবেন মোদি

এদিকে, শহিদ দিবস উপলক্ষ্যে এদিন কলকাতায় বিপ্লব ভারত গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গ্যালারির উদ্বোধন করবেন তিনি। এরপর সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই গ্যালারিতে স্বাধীনতা সংগ্রামীদের অবদান তুলে ধরা হবে। 

প্রসঙ্গত, ভারতের ইতিহাসে বীর স্বাধীনতা সংগ্রামীদের আরও বেশি করে মনে রাখতে আগামী ২৩ মার্চ বুধবার কলকাতার (Kolkata) ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ‘বিপ্লব ভারতী’ আর্ট গ্যালারীর উদ্বোধন করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

Advertisement

আরও পড়ুন: উপপ্রধান খুনে উত্তপ্ত রামপুরহাটের বগটুই, আগুনে পুড়ে মৃত অন্তত ৮ জন

মঙ্গলবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ২৩ মার্চ শহিদ দিবস উপলক্ষ্যে Kolkata-র Victoria Memorial Hall এ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ‘বিপ্লব ভারত’ গ্যালারীর শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এই উপলক্ষ্যে তিনি সবাইকে বিশেষ এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.