দেশের খবর
শুভ নববর্ষ ১৪২৯: টুইট বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতা, ধনখড়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারির আবহ কাটিয়ে দীর্ঘ দু’বছর পর স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। জীবনের ছন্দ স্বাভাবিক হতেই নতুন বছর ১৪২৯-কে স্বাগত জানাতে নববর্ষের সকাল থেকেই উৎসবমুখর আমজনতা।
উৎসবপ্রেমী মানুষের আজকের এই আনন্দের রেশ আরও বাড়িয়ে তুলতে শুক্রবার সকালে টুইট বার্তায় দেশবাসীকে বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে টুইট করে নতুন বছর ভালো কাটানোর বার্তা দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee। একই সঙ্গে টুইট করে সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল Jagdeep Dhankhar।
Shubho Nabo Barsho!
Best wishes on Poila Boishakh. pic.twitter.com/Nfle3Erb9Z
— Narendra Modi (@narendramodi) April 15, 2022
আরও পড়ুন: এপার বাংলায় ১৫ এপ্রিল পয়লা বৈশাখ, বাংলাদেশে ১৪ এপ্রিল কেন… জানুন নববর্ষের অজানা ইতিহাস
এদিন টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ”শুভ নববর্ষ। পয়লা বৈশাখের শুভেচ্ছা। তবে এবার আর তিনি বাংলায় নয়, ইংরেজি হরফেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। বঙ্গ–বিজেপির নেতারা তাতে আপ্লুত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই শুভেচ্ছা বার্তা দেখেছেন।
শুভ নববর্ষ, ১৪২৯।
নববর্ষে শুভ আনন্দে জাগো।
সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
সুস্থ থাকুন, ভাল থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক।— Mamata Banerjee (@MamataOfficial) April 15, 2022
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”শুভ নববর্ষ, ১৪২৯। নববর্ষে শুভ আনন্দে জাগো। সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।সুস্থ থাকুন, ভাল থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক।”
Greetings to all on auspicious occasion #PoilaBoishakh. May #SubhoNoboBorsho bring to you and your family happiness and prosperity!
Let the dream #Gurudev of creating a land of Bhayashoonya Chitaa & Uccha Sheer fructify in West Bengal and all over.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) April 15, 2022
আরও পড়ুন: করোনা উদ্বেগ কাটিয়ে উৎসবে মুখরিত বাংলা, মন্দিরে-মন্দিরে পুণ্যার্থীদের ঢল
রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইটে রাজ্যপাল জগদীপ ধনখড় লিখেছেন, ”নতুন বছর রাজ্যবাসীর জীবনে সুখ এবং উন্নতি নিয়ে আসে আসুক। সব দুঃখ কষ্ট দূরে চলে যাক।” তিনি টুইটে রাজ্যবাসীকে একদিকে যেমন নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে আবার মমতা সরকারকে খোঁচা দিয়ে লিখেছেন রাজ্যেপাল। তিনি কটাক্ষ করে লিখেছেন, ”গুরুদেবের বাণী মতই চিত্ত হোক ভয়শূন্য আর উচ্চ হোক শির। বঙ্গে এই দুটি জিনিসের ফলপ্রসূ হওয়া খুব জরুরি।”