করোনায় ভারত নিজের কর্তব্য পালন করেছে: প্রধানমন্ত্রী
Connect with us

দেশের খবর

করোনায় ভারত নিজের কর্তব্য পালন করেছে: প্রধানমন্ত্রী

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছর ঘুরলেও পরিস্থিতি যেন কিছুতেই বদল হচ্ছে না। অতিমারি আবহের দু’বছর কেটে গেলেও ফের বঙ্গ সহ গোটা দেশে নতুন করে মাথাচাড়া দিচ্ছে Covid 19 সংক্রমণের রেশ। এপ্রিলের শেষেও দেশের দৈনিক করোনা গ্রাফচিত্র ক্রমশ ঊর্ধ্বমুখী। পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী Narendra Modi।

এদিকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা নিয়ে বৈঠকের আগেই দেশবাসীকে ফের Covid 19 সংক্রমণ সতর্কবার্তা দিলেন PM Narendra Modi। এদিন তিনি বলেন, ”একদিনে দেশে করোনা আক্রান্ত ২ হাজার। নতুন করে মাথাচাড়া দিচ্ছে কোভিড সংক্রমণ। ফের তিন হাজার ছুঁই ছুঁই করছে দেশের দৈনিক কোভিড ১৯ সংক্রমণ। একদিনে মৃত্যু হয়েছে ৩২ জনের। এছাড়াও করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২৩ ছাজার ৬৫৪ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৪৯৬।” 

আরও পড়ুন: শিশুদের ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! ৬-১২ বছরের শিশুদের দেওয়া যাবে কোভ্যাক্সিন টিকা

Advertisement

বুধবার প্রধানমন্ত্রী আরও বলেন, ”করোনায় ভারত নিজের কর্তব্য পালন করেছে। ভারতের প্রধান কাজই হল মানবজাতির কল্যাণ করা। কোভিড পরিস্থিতিতে ভারত সারা বিশ্বের ১৫০টি দেশে ওষুধ পাঠিয়েছে। ১০০ টিরও বেশি দেশের প্রায় ১০ কোটি মানুষকে কোভিড ভ্যাকসিন পাঠিয়েছে। মানব কল্যাণই হল ভারতের একমাত্র কর্তব্য।” Covid 19 কালে ভারত-ফিজির সম্পর্ক মজবুত হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: কংগ্রেসের হাত ধরলেন না প্রশান্ত কিশোর, তৃণমূল-টিআরএস-এর সঙ্গে চুক্তিই কি বাধা হয়ে দাঁড়াল!

অন্যদিকে, করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে স্বাভাবিক হতে শুরু করেছিল জনজীবন। কিন্তু আবারও দেশে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চতুর্থ ঢেউয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এই আশঙ্কার মধ্যেই এবার ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনার ভ্যাকসিন দেওয়ার অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। শুধুমাত্র ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন (Covaxin) ব্যবহারের অনুমতি দিয়েছে ডিজিসিআই। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের সাবজেক্ট এক্সপার্ট কমিটির সুপারিশ মেনেই এই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে ডিজিসিআই।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.