Covid 19: বারাক ওবামার দ্রুত সুস্থতা কামনায় টুইট নমোর
Connect with us

দেশের খবর

Covid 19: বারাক ওবামার দ্রুত সুস্থতা কামনায় টুইট নমোর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। গত দু’বছর ধরে করোনা অতিমারির সঙ্গে লড়াই করে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। কিন্তু বপছর ঘুরলেও ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা। ইতিমধ্যে করোনার আঁতুরঘর চিনে (China) ১ কোটি ৯০ লাখ মানুষকে গৃহবন্দি করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে ফের চিনের বিভিন্ন শহরে জারি হয়েছে কঠোর বিধিনিষেধ।

আর এরই মাঝে আমেরিকার (America) প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার (Barack Obama) করোনা আক্রান্ত হওয়ার খবর এলো প্রকাশ্যে। রবিবার টুইট করে নিজের করোনা সংক্রামিত হওয়ার খবর দেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট। এদিন টুইটে তিনি বলেন, ”গত দু’দিন ধরে আমায় গলায় একটু সমস্যা দেখা দিয়েছিল। তারপর কোভিড টেস্ট করাতেই রিপোর্ট পজিটিভ আসে। তবে আমি ভালোই আছি। যদিও আমি আর মিশেল দুজনই ভ্যাক্সিনের দু’টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। বুস্টার ডোজও নেওয়া আছে আমাদের। তারপরেও আমার রিপোর্ট পজিটিভ আসলেও,মিশেলের রিপোর্ট নেগেটিভ রয়েছে।

আরও পড়ুন: ফের চিনে করোনার থাবা, জারি করা হচ্ছে কঠোর লকডাউন

Advertisement

এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের করোনা আক্রান্তের খবর শুনতেই টুইটারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ” Covid 19 থেকে আপনার দ্রুত সুস্থতা কামনা করি। আশাকরি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমার তরফ থেকে আপনাকে এবং আপনার পরিবারের সুস্থতার প্রার্থনা রইল।”

আরও পড়ুন: মায়ের জন্য ওষুধ কিনে ফেরা হল না ঘরে, রুশ হামলায় মর্মান্তিক পরিণতি তরুণীর

প্রসঙ্গত, রবিবার আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, চিনা স্বাস্থ্যমন্ত্রকের থেকে জারি করা কোভিড বুলেটিনে গত ২৪ ঘণ্টায় সেদেশে প্রায় ৩৪০০ নতুন কোভিড কেস ধরা পড়েছে। এছাড়াও গত দু’বছরের স্মৃতি যেন ফের না ফিরে আসে তারজন্য উত্তর চিনের বিভিন্ন শহরে ফের লকডাউন জারি করেছে চিনা প্রশাসন।

Advertisement

আরও পড়ুন: ‘দয়া করে সন্তানদের যুদ্ধে পাঠাবেন না’ , ভিডিয়ো বার্তায় কাতর আর্জি জেলেনস্কির

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>My best wishes <a href=”https://twitter.com/BarackObama?ref_src=twsrc%5Etfw”>@BarackObama</a> for your quick recovery from COVID-19, and for your family’s good health and wellbeing. <a href=”https://t.co/mCrUvXlsAp”>https://t.co/mCrUvXlsAp</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href=”https://twitter.com/narendramodi/status/1503208587359059968?ref_src=twsrc%5Etfw”>March 14, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

এই বিষয়ে চিনা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোভিডের বাড়বাড়ন্ত ঠেকাতে ইতিমধ্যে উত্তর-পূর্ব চিনের জিলিন প্রদেশের রাজধানী চা-চুং এ লকডাউন ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বাচ্চাদের স্কুলগুলি। উত্তর-পূর্ব চিনের এই প্রদেশের জনবসতি প্রায় ৯০ লাখের কাছাকাছি। এত বিপুল সংখ্যক নাগরিকদের মধ্যে ক্রনা,ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তা রুখতেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.