২৩ মার্চ কলকাতায় 'বিপ্লব ভারত গ্যালারীর' উদ্বোধন করবেন মোদি
Connect with us

বাংলার খবর

২৩ মার্চ কলকাতায় ‘বিপ্লব ভারত গ্যালারীর’ উদ্বোধন করবেন মোদি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভারতের ইতিহাসে বীর স্বাধীনতা সংগ্রামীদের আরও বেশি করে মনে রাখতে আগামী ২৩ মার্চ বুধবার কলকাতার (Kolkata) ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ‘বিপ্লব ভারতী’ আর্ট গ্যালারীর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

মঙ্গলবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ২৩ মার্চ শহিদ দিবস উপলক্ষ্যে Kolkata-র Victoria Memorial Hall এ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ‘বিপ্লব ভারত’ গ্যালারীর শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এই উপলক্ষ্যে তিনি সবাইকে বিশেষ এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: দশ মিনিটেই খাবার পৌঁছে দেবে Zomato, ভিন্নমত ভোজনরসিকদের

Advertisement

জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের (Victoria Memorial Hall)মধ্যে থাকা এই বিপ্লব ভারত গ্যালারীতে (Biplobi Bharat Gallery ) দেখা যাবে ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসনের বিভিন্ন পর্যায়। ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীন করার সংগ্রাম। দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া বীর বিপ্লবীদের আত্ম্যত্যাগের গল্পগাঁথা। শুধু তাই নয়, এই গ্যালারীর মাধ্যমে হাইলাইট করা হবে ১৯৪৭ সালের ইতিহাস এবং জাতীয়তাবাদকে তুলে ধরা হবে। এছাড়াও এখানে থাকবে ইন্ডিয়ান আর্মির ইতিহাস, বীর সৈনিকদের জীবনী বৃত্তান্ত এবং তাঁদের জন্ম ও মৃত্যুর ইতিহাস।

আরও পড়ুন: উপপ্রধান খুনে উত্তপ্ত রামপুরহাটের বগটুই, আগুনে পুড়ে মৃত অন্তত ১০ জন

শুধু তাই নয়, এবার থেকে দূরদুরান্ত থেকে আগত পর্যটকরাও ভারতের অজানা ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবেন।

Advertisement