দেশের খবর
আরও কাছাকাছি কলকাতা-দেওঘর, মোদির হাত ধরে উদ্বোধন নয়া বিমানবন্দর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে স্বপ্নপূরণ হল ঝাড়খণ্ডবাসীর। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হল দেওঘর বিমানবন্দরের। মোট ৪০১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬৫৭ একর জমির উপর তৈরি বিমানবন্দর সহ ১৬,৮০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন করেন তিনি।
ঝাড়খণ্ডের অন্যতম তীর্থক্ষেত্র এবং ভ্রমণস্থান এই দেওঘরে বিমানবন্দরের উদ্বোধন হওয়ায় কলকাতার সঙ্গে প্রতিবেশী রাজ্যের দূরত্ব আরও কমল। এমনকি এবার থেকে সরাসরি IndiGo-এর বিমানে কলকাতা থেকে দেওঘর আসতে পারবেন পর্যটক,ভক্তরা।
২০১৮ সালের মে মাসে দেওঘর বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নরেন্দ্র মোদি। যে বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য ২,৫০০ মিটার। অর্থাৎ অনায়াসে এয়ারবাস এ৩২০ বিমান ওঠানামা করতে পারবে।
Hon'ble PM Shri Narendra Modi inaugurated the Deoghar Airport in Jharkhand today, in the presence of Union Minister of Civil Aviation Shri Jyotiraditya M. Scindia, Hon'ble CM of Jharkhand Shri Hemant Soren, and Hon'ble Governor of Jharkhand Shri Rames Bais.
(1/2) pic.twitter.com/UqrUbrNV7m— Ministry of Tourism (@tourismgoi) July 12, 2022
আরও পড়ুন: জাতীয় প্রতীক অশোক স্তম্ভ পাল্টাছেন মোদি, কেন্দ্রের বিরোধিতায় সরব মহুয়া মৈত্র
মঙ্গলবার সেই বিমানবন্দর উদ্বোধনের পর মোদি জানান, দেওঘরেও বিমানবন্দর তৈরি হওয়ার স্বপ্নপূরণ হয়েছে। যে বিমানবন্দরের ফলে ঝাড়খণ্ড তো বটেই, পড়শি রাজ্য পশ্চিমবঙ্গ, বিহারের প্রচুর মানুষ উপকৃত হবেন।
ইতিমধ্যে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ভারতের ৭৪ নম্বর রুটে যাত্রা শুরু করছে ইন্ডিগো। নয়া রুটে উড়ান পরিষেবা চালু হওয়ার ফলে কলকাতা এবং দেওঘরের মধ্যে যাতায়াতের সময় ৭.৫ ঘণ্টা থেকে কমে ১ ঘণ্টা ২৫ মিনিটে ঠেকবে। তার ফলে প্রচুর মানুষ উপকৃত হবেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন: নেই সেতু! প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি টানাটানি করেই চলছে বিপদজ্জনক পারাপার
এদিকে ঝাড়খণ্ডে দ্বিতীয় নতুন বিমানবন্দর উদ্বোধনের পরই বিহারে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বিহার বিধানসভার শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। পাশাপাশি শতাব্দী স্মৃতি স্তম্ভের উদ্বোধন করবেন তিনি। রয়েছে একাধিক কর্মসূচীও।