গান্ধীদের দেশে বরিস জনসন, ভারতের মাটিতে পা দিয়েই বিনিয়োগ-কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা
Connect with us

দেশের খবর

গান্ধীদের দেশে বরিস জনসন, ভারতের মাটিতে পা দিয়েই বিনিয়োগ-কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভারতের মাটিতে পা রাখতে না রাখতেই ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী Boris Johnson। ২১ এপ্রিল থেকে দু’দিনের ভারত সফরে আসছেন তিনি। ২২ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে বরিসের।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরও মজবুত হয় তার উপর জোর দেওয়া হবে মোদি-বরিস বৈঠকে। এছাড়াও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নতি এবং প্রযুক্তি ক্ষেত্রেও বিপুল কর্মসংস্থানের জন্যও প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এছাড়াও স্বাস্থ্য ও শিল্পখাতে বড় বিনিয়োগ করার সম্ভাবনা রয়েছে। ব্রিটেন এবং ভারতীয় ব্যবসায়গুলি যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে স্বাস্থ্যের ক্ষেত্রে ১ বিলিয়ন পাউন্ডেরও বেশি নতুন বিনিয়োগ এবং রফতানি চুক্তি নিশ্চিত করবে, যা সারা UK জুড়ে নতুন প্রায় ১১,০০০ কর্মসংস্থান তৈরি করবে বলে সরকারি ওই বিবৃতিতে বলা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেই ভারত সফরে বরিস

Advertisement

শুধু তাই নয় ভারতে আসার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন দুই দেশের জন্য বিশাল বাণিজ্যিক সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলেন, ”আজ আমি ভারতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের দুটি মহান দেশ একসাথে যা অর্জন করতে পারে তার জন্য আমি বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি। পরবর্তী প্রজন্মের 5G টেলিকম এবং AI থেকে স্বাস্থ্য গবেষণা এবং নবায়নযোগ্য শক্তিতে নতুন অংশীদারিত্ব পর্যন্ত যুক্তরাজ্য এবং ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আমাদের পাওয়ার হাউস অংশীদারিত্ব আমাদের জনগণের জন্য চাকরি, বৃদ্ধি এবং সুযোগ প্রদান করছে এবং এটি কেবলমাত্র আগামী বছরগুলিতে আরও উন্নতি করবে।”

প্রসঙ্গত, গত দু’বছর ধরে কোভিড পরিস্থিতির জেরে বার-বার বদল হয়েছে সফরসূচি। বর্তমানে বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ফের ভারত সফরের কথা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

আরও পড়ুন: পানমশলার বিজ্ঞাপণ নিয়ে বিতর্ক, টুইটারে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অভিনেতা

Advertisement

সূত্রের খবর, চলতি এপ্রিল মাসের ২১ তারিখ ভারত সফরে আসছেন বরিস। দীর্ঘ প্রতীক্ষার পর এটিই হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কারও প্রথম ভারত সফর। একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহ। দিন যত যাচ্ছে ততই পরিস্থিতি ঘোরালো হচ্ছে। আর এরই মধ্যে বরিসের এই ভারত সফর বিশেষ তাৎপর্য পূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.