বাংলার খবর
হাঁসখালি পথদুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর, সব রকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : নদিয়ার হাঁসখালিতে পথদুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করে প্রধানমন্ত্রী টুইটারে বাংলায় লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের নদিয়ায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে অত্যন্ত ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ প্রধানমন্ত্রীর এই টুইটের পরই প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে টুইট করে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর পাশাপাশি রবিবার সকালেই এই ঘটনার জন্য বাংলা ও ইংরেজিতে টুইট করে শোক জ্ঞাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেইসঙ্গে নিহতদের পরিবারকে সাহায্যের বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে দু’টি টুইট করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি টুইটে লিখেছেন, ‘নদিয়ায় পথ দুর্ঘটনার খবর পেয়ে হৃদয় ভেঙে গিয়েছে। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময় পেরতো ভগবান উনাদের শক্তি দিন।’ অপর এক টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার দুর্ঘটনাগ্রস্তদের প্রয়োজনীয় সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি।’ রাজ্যপাল জগদীপ ধনকরও দুঃখপ্রকাশ করেছেন। রাজ্যপাল টুইটে লিখেছেন, ‘নদিয়া জেলায় দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু এবং ৫ জনের আহত হয়েছেন। এই খবর বেদনাদায়ক। আশা রাখছি, মৃত ও আহতদের পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাহায্য করবে। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক প্রচার দরকার।’
শনিবার দুপুরে মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার বাগদার পারমাদনের বাসিন্দা শিবানী মুহুরির। শেষকৃত্য করার জন্য পরিবারের লোকজন দেহ নিয়ে যাচ্ছিল নবদ্বীপে। শনিবার রাত দেড়টা নাগাদ নদিয়ার হাঁসখালির ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে শবযাত্রীদের লরিটি এবং লরিটি উল্টে যায়। প্রায় ৪০ জন শবযাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ট্রাকের চালক-সহ ১৮ জনের মৃত্যু হয়। এবং গুরুতর আহত হন ৫ থেকে ৭ জন। তাঁদের চিকিৎসা চলছে কৃষ্ণনগর হাসপাতালে।