বাংলার খবর
ডিজে বাজিয়ে শেষযাত্রা উদযাপন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শ্মশান যাত্রা করে শিরনামে জলপাইগুড়ির রাজগঞ্জ। নাচ-গানে মেতে উঠল পরিবার। তাঁদের সঙ্গে পা এবং গলা মেলাতে দেখা গেল গোটা গ্রামকেই। ১০৪ বছর বয়সি বৃদ্ধার অন্তিম যাত্রায় এমনই দৃশ্য ধরা পড়ল জলপাইগুড়ির রাজগঞ্জে।
রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের দুবরাগছ গ্রামের বাসিন্দা মালতি সরকার মারা গেলেন ১০৪ বছর বয়সে। তাঁর অন্তিম যাত্রার শুরুতে বাজতে দেখা গেল ব্যান্ড পার্টি। আর শেষে ডিজের গাড়ি। তার মাঝে মরদেহ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন শ্মশান যাত্রীরা। আর ঠিক তার পিছনেই নাচতে নাচতে যাচ্ছেন পরিজন ও পাড়া-পড়শিরা।
এদিন তার মৃতদেহ নিয়ে স্থানীয় শ্মশানে দাহ করতে যাওয়ার সময় লক্ষ করা যায় কির্তনের বদলে সেখানে বাজছে ডি জে। চোখের জলে নয় হাসিমুখেই শেষ যাত্রায় সামিল হন বহু মানুষ। এমন অভিনব শ্মশান যাত্রা দেখতে গ্রামের বাসিন্দারা ভিড় জমান।
জানা গেছে পরিবারের সম্মতি এবং বৃদ্ধার শেষ ইচ্ছে অনুযায়ী এই ব্যাবস্থার আয়োজন করা হয়েছিল। এমন অভিনব ব্যাপার চাক্ষুষ করতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ।