'নিজের খেলাটা খেলো, ক্রিকেটকে উপভোগ করো', অর্জুনকে পরামর্শ কপিলের
Connect with us

খেলা-ধূলা

‘নিজের খেলাটা খেলো, ক্রিকেটকে উপভোগ করো’, অর্জুনকে পরামর্শ কপিলের

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিলামে নিলেও এবারের আইপিএলে একটি ম্যাচেও তাঁকে খেলায়নি মুম্বই ইন্ডিয়ান্স। তিনি হলেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ শেন বন্ড দাবি করেছেন, দলে থাকলেও প্রথম একাদশে জায়গা পাওয়ার যোগ্যতাই নেই অর্জুনের। বন্ডের এহেন মন্তব্যে সবাই একটু অবাক হলেও অর্জুনের পাশেই দাঁড়িয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব। অর্জুনকে অযথা চাপ না দিয়ে ওঁকে ক্রিকেটকে উপভোগ করতে দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করেছেন তিনি।

১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক শচীন পুত্র প্রসঙ্গে বলতে গিয়ে জানিয়েছেন, ‘শচীন তেন্ডুলকরের পুত্র বলেই ওকে নিয়ে আজ এত কথা হচ্ছে। দয়া করে ওকে ক্রিকেটটা মন দিয়ে খেলতে দিন। শচীনের সঙ্গে ওর তুলনা করবেন না। আপনারা সকলেই জানেন, এই চাপ সহ্য করতে না পেরেই একটা সময় ডন ব্র্যাডম্যানের পুত্রকে পদবী বদল করতে হয়েছিল। কারণ, সকলেই আশা করেছিল উনিও তাঁর বাবা ডন ব্যাডম্যানের মতোই হবেন। সেখানে অর্জুন একটা বাচ্চা ছেলে। ওর সঙ্গে এটা করা ঠিক হবে না। ওর নামের পাশে তেন্ডুলকর পদবীটা থাকার যেমন সুবিধা আছে, তেমন অনেক অসুবিধাও আছে। যেখানে ওর বাবা শচীন নিজে একজন এত বড় ক্রিকেটার, সেখানে ওর পুত্রকে নিয়ে আমরা কথা বলার কে। অর্জুনকে আমার একটাই পরামর্শ, নিজের খেলাটা খেলো এবং ক্রিকেটকে উপভোগ করো। কিছু প্রমাণ করার জন্য খেলার দরকার নেই। ও যদি ওর বাবার ৫০ শতাংশও করে দেখাতে পারে, তার থেকে ভালো কিছু হবে না।’

এবছর মুম্বই ইন্ডিয়ান্স দলে নতুন এবং অনেক তরুণ মুখের ভিড় দেখা গিয়েছিল। তাই শচীন ভক্তরা অনেকেই আশা করেছিলেন হয়তো প্রথম একাদশে দেখা যাবে জুনিয়র তেন্ডুলকরকে। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। গোটা আইপিএলে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে অর্জুনকে। মুম্বইয়ের কোচ বন্ড জানিয়েছেন, ব্যাটিং এবং বোলিং- দুই বিভাগেই অর্জুনকে আরও উন্নতি করতে হবে। তা না হলে প্রথম একাদশে সুযোগ পাওয়ার তাঁর কোনও সম্ভাবনা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কপিল দেবের এই পরামর্শ অর্জুনকে আরও বেশি করে অনুপ্রাণিত করবে এবং ভরসা যোগাবে বলেই মনে করছে ক্রিকেটমহল।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.