বাংলার খবর
নীতীশ কুমারের সঙ্গে নৈশভোজে পিকে! তাহলে কি পুরনো দলেই ফিরতে চলেছেন তৃণমূলের ভোট কুশলী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকমাস ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে পিকে’র দূরত্ব তৈরি হয়েছে, এমনি দাবি করছিল রাজ্যের বিভিন্ন মহল। এরপর থেকেই শুরু হয়েছিল গুঞ্জন। তাহলে কি তৃণমূলের সঙ্গে সম্পর্ক শেষ ভোট কুশলী প্রশান্ত কিশোরের! তৃণমূলের ভোট কুশলী হিসেবেই এতদিন কাজ করছিলেন প্রশান্ত কিশোর।
কিন্তু রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্রমশ দূরত্ব বৃদ্ধি হচ্ছে প্রশান্ত কিশোরের। আর তার মধ্যেই ঘটে গেল আরও একটি উল্লেখযোগ্য ঘটনা। শুক্রবার রাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করেন প্রশান্ত কিশোর। এবং শুধু তাই নয়, দু’জনে একসঙ্গে নৈশভোজও সারেন। নৈশভোজের বিষয়টি স্বীকার করে নিয়ে জেডিইউ নেতা তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন পুরোটাই সৌজন্যমূলক সাক্ষাৎকার।
একইভাবে ব্যাখ্যা করেছেন প্রশান্ত কিশোরও। তিনি জানিয়েছেন, নীতীশ কুমার করোনা আক্রান্ত হওয়ার পর স্বাস্থ্যের খোঁজ নিতে তাকে ফোন করেছিলেন। তখন নীতীশ কুমারই তাঁকে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ রক্ষা করতেই শুক্রবার তিনি বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে দাবি করেছেন পিকে। এরপরই প্রশ্ন উঠেছে, তবে কি এবার পুরনো দল জেডিইউ-এ জায়গা পেতেই নৈশভোজের অবতারণা? উত্তর এখনও অধরা।