বাংলার খবর
ঘরে ফিরল এভারেস্টজয়ী পিয়ালি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রায় দুমাস পর বাড়ি ফিরলেন চন্দননগরের বাসিন্দা পিয়ালী বসাক। গত ২২শে মে এভারেস্ট জয় করে পিয়ালী বসাক। তার দুদিনের পরই আবার লোৎসে জয় করে সে। এভারেস্ট ও লোৎসে জয়ের পর শনিবার সকালে বাড়ি ফেরে পিয়ালী।
গত মাসে বাড়ি থেকে বেরিয়েছিলেন তরুণী পিয়ালী। ২২শে মে আরোহণ করেন এভারেস্ট। তার দু’দিন পরেই আবার লোৎসে চড়েন তিনি। দীর্ঘ অভিযানে সফল হয়ে আজ, শনিবার সকালে বাড়ি ফেরেন তিনি। চন্দননগর কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোহিত নন্দীর তত্ত্বাবধানে মুন্সিপুকুর মোড় থেকে ব্যান্ড সহযোগে হুডখোলা গাড়িতে শোভাযাত্রা করে বাড়ি নিয়ে যাওয়া হয় পর্বতারোহীকে।
এদিন পর্বত জয়ীকে নিয়ে এলাকাবাসীর আবেগ ছিল চোখে পড়ার মত। মালা পরিয়ে, ফুল ছড়িয়ে মিষ্টি দিয়ে পিয়ালিকে স্বাগত জানানো হয়। বাড়ির সামনে আসতেই পিয়ালিকে দেখে কেঁদে ফেলে তার মা স্বপ্না বসাক। মেয়েকে জড়িয়ে ধরে, মিষ্টি খাইয়ে দেন মা। প্রায় দুই মাস পর বাড়ি ফিরছে মেয়ে। তাই এদিন বাড়িতে পিয়ালির দুপুরের মেনুতে তার প্রিয় মাছের ঝোল আর ভাত রান্না করে দেয় তার মা।
এদিন এলাকাবাসীর সম্বর্ধনা পেয়ে আপ্লুত পিয়ালি জানান, তাঁর এই অভিযানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এলাকাবাসী থেকে তাঁর শুভানুধ্যায়ীরা সকলেই। তাদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতনা। তবে এখানেই থেমে থাকবে না পিয়ালী। এরপর সমস্ত আট হাজারের উচ্চ পর্বতগুলি অভিযান করবে সে।