ঋণের ভারে জর্জরিত দেশ, ওষুধ সঙ্কটে বন্ধ অস্ত্রোপচার
Connect with us

আন্তর্জাতিক

ঋণের ভারে জর্জরিত দেশ, ওষুধ সঙ্কটে বন্ধ অস্ত্রোপচার

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষিত হওয়ার পরও মেটেনি অর্থনৈতিক সঙ্কট। বৈদেশিক ঋণের দায়ে দেউলিয়া শ্রীলঙ্কার আর্থ-সামাজিক অবস্থায় চরম সঙ্কটে।

দেশজুড়ে ঘাটতি রয়েছে জ্বালানি তেল থেকে শুরু করে চাল-ডাল-আটা,শাকসবজির। ১৩/১৪ ঘণ্টা নয় বরং দিনের বেশিরভাগ সময় অন্ধকারে ডুবে থাকতে হচ্ছে ভারতের প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্রের বাসিন্দাদের। এমন জটিল পরিস্থিতির মধ্যে ফের শ্রীলঙ্কায় প্রকট হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা ব্যবস্থার সমস্যা।

কারণ, শ্রীলঙ্কার নুইয়ে পড়া অর্থনীতির জন্য সেদেশে ধুঁকছে ঔষধ শিল্প। টাকাপয়সা না থাকায় ওষুধ শিল্পে নেমে এসেছে সঙ্কটের আঁধার। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে, ওষুধ কেনার টাকা থাকলেও ফার্মেসীগুলিতে নেই প্রয়োজনীয় ওষুধের যোগান।

Advertisement

আরও পড়ুন: ব্যাতিক্রমী যুগের সমাপ্তি, প্রয়াত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ

শ্রীলঙ্কা মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ইশান নামের একজন চিকিৎসক বলেন, ”সব ধরনের ওষুধ এমনকি সাধারণ ওষুধেরও ঘাটতি তৈরি হয়েছে। যে ওষুধগুলি শুধুমাত্র নির্দিষ্ট কিছু রোগের জন্য ব্যবহার করা হয় সে সব কিছুরই অর্থনৈতিক সঙ্কটের কারণে ঘাটতি রয়েছে। ফুরিয়ে যাওয়া ওষুধের ছবি দেওয়ার জন্য এবং অন্যদের কাছে সহায়তা চাওয়ার জন্য অনুমোদিত সংস্থাগুলির দ্বারা একটি তালিকা ক্রমাগত প্রচার করা হচ্ছে।”

স্থানীয় একজন ফার্মাসিস্ট বলেন, ”প্যারাসিটামল এবং অ্যান্টিবায়োটিকের মতো অনেক ওষুধ পাওয়া যাচ্ছে না। হার্টের ওষুধ ওষুধ পাওয়া যাচ্ছে না। যার কারণে অনেক জায়গায় সাময়িকভাবে অস্ত্রোপচার বন্ধ হয়ে গিয়েছে।” আরও এক ফার্মাসিস্ট বলেন, ”অর্থনৈতিক সংকটের কারণে ওষুধের দামও বেড়েছে। আমরা দেখেছি মানুষজন ওষুধ কিনতে দূর দূরান্তে চলে যাচ্ছেন। কখনও কখনও, দামের কারণে তাঁরা প্রয়োজনীয় ওষুধ কিনছেন না। এটা একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে।”

Advertisement

আরও পড়ুন: করোনায় থরহরি কম্প কোরিয়ার, মৃত ২১

জানা গিয়েছে, গত সপ্তাহে একটি ২ বছরের শিশু অসুস্থ হয়ে পড়েছিল এবং পরিবারের লোকেরা তার জন্য ওষুধের ব্যবস্থা করতে পারেনি। তার মা বলেন, ”সাধারণ ওষুধের জন্য তাদের অনেক দূর যেতে হয়েছে।” ডঃ ইশানের মতে, পরবর্তী পদক্ষেপটি হল অন্যান্য দেশগুলির সাহায্য প্রদান করা। তিনি বলেন, ”ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আমরা এর জন্য কৃতজ্ঞ। তবে ওষুধের ক্ষেত্রে আমাদের আরও সহায়তার প্রয়োজন।”

আরও পড়ুন: সিরিয়ার উপর ক্ষেপণাস্ত্র হামলা, মৃত ৫

Advertisement

উল্লেখ্য,গত জানুয়ারী মাস থেকে ভারত সরকার দ্বীপরাষ্ট্রটিকে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। এর আগে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বলেছিলেন যে, ”ভারত শ্রীলঙ্কাকে ওষুধের ঘাটতির সমস্যা সমাধানে সহায়তা করবে।”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.