দেশের খবর
PF Interest: পিএফ একাউন্ট গ্রাহকদের জন্য বড় খবর, জেনে নিন কবে পাবেন সুদের টাকা
পিএফ (PF Account) একাউন্ট গ্রাহকদের জন্য বড় খবর । এবার সুখবর আসতে চলেছে যাদের পিএফ একাউন্ট রয়েছে। ভারতের কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যাকে এক কথায় বলা হয় ই পি এফ ও (EPFO)

নিউজ ডেস্ক – পিএফ (PF Account) একাউন্ট গ্রাহকদের জন্য বড় খবর । এবার সুখবর আসতে চলেছে যাদের পিএফ একাউন্ট রয়েছে। ভারতের কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যাকে এক কথায় বলা হয় ই পি এফ ও (EPFO ) যার বর্তমানে ৭ কোটি গ্রাহকের সংখ্যা রয়েছে বলে জানা যায়। সংস্থার তথ্য অনুযায়ী, এই অ্যাকাউন্ট যাদের থাকবে তাদের একটা সুদের পরিমাণ দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে থাকা অর্থের উপর। তবে দীর্ঘদিন হয়ে গেলও সুদের টাকা মেলেনি, পিএফ গ্রাহকদের।
এই মুহূর্তে সেই সুদ না পাওয়া এক গ্রাহক ইপিএফও (EPFO ) এর অফিসিয়াল টুইটার একাউন্ট কে ট্যাগ করে তার ক্ষোভ প্রকাশ করে বলেন “ইপিএফও (EPFO ) এখনো ২০২১ – ২২ এর জমা হওয়ার টাকার সুদ জমা করেনি এই লুটপাট বন্ধ করুন এবং জনগণের তাদেরকে টাকা দিয়ে দিন এটা অত্যন্ত দুঃখজনক যে বিরোধীদলাও এই বিষয়ে নিরব ডিসেম্বরে এসে গেছে, যদি সুদ দিতে না পারেন তাহলে শ্রমিকদের থেকে এই টাকা নেওয়া বন্ধ করুন”। ওই টুইটে শুধু EPFO নয় সাথে প্রধানমন্ত্রীর অফিসের PMO অফিসিয়াল টুইটার একাউন্টটি কেও ট্যাগ করেন।
ई-नामांकन फ़ाइल करना क्यों आवश्यक है #EPFO #SocialSecurity #AmritMahotsav @AmritMahotsav pic.twitter.com/fHTlsAsvot
— EPFO (@socialepfo) November 29, 2022
জবাবে ইপিএফও সেটা জানিয়ে দেন, ওই টুইটার ব্যবহার কে যে “প্রিয় সদস্য সুদ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে, এটি শীঘ্রই আপনার একাউন্টে জমা হবে সুদ যখন জমা হবে আপনি সম্পূর্ণরূপে তা পরিষদের নোটিফিকেশন পাবেন আপনার সুদের পরিমাণে কোন ক্ষতি হবে না বলে আমরা আশাবাদী”।
ইপিএফ ও এই বার্তায় যথেষ্ট খুশির মহল তৈরি হয়েছে একাউন্টের গ্রাহকদের এখন আশা করা যাচ্ছে নতুন বছরেই সুদের টাকা আসবে তাদের একাউন্টে।
আরোও পড়ুন – কর্কট রাশি নমনীয় আর মিথুন রাশির উত্তেজনা মিলিয়ে নিন আপনার আজকের রাশিফল