বেপরোয়া ভাবে বাড়ছে জ্বালানির দাম, হাঁসফাঁস অবস্থা আমজনতার
Connect with us

দেশের খবর

বেপরোয়া ভাবে বাড়ছে জ্বালানির দাম, হাঁসফাঁস অবস্থা আমজনতার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাঁচ রাজ্যে ভোটের ফল বেরোতেই লাগাতার মূল্যবৃদ্ধি হচ্ছে পেট্রোপণ্যের। টানা ১৪ দিনে ১২ বার দাম বাড়ল পেট্রল-ডিজেলের। বেপরোয়া ভাবে ক্রমাগত জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। রবিবারের পর সোমবারও ৮.৪০ টাকা দাম বাড়ল লিটার প্রতি পেট্রলের। ডিজেলের দামও ১০০ ছুঁই ছুঁই।

সোমবার কলকাতায় Petrol-এর দাম ৪২ পয়সা বেড়ে হয়েছে ১১৩.৪৫ টাকা এবং ডিজেলের দাম ৪০ পয়সা বেড়ে হল ৯৮.২২ টাকা। রাজধানী Delhi তে পেট্রলের দাম হয়েছে প্রতি লিটারে ১০৩.৮১ টাকা ও ডিজেলের দাম ৯৫.০৭ টাকা। মুম্বইতে পেট্রলের দাম আজ ১১৮.৮৩ টাকা ও ডিজেলের দাম ৪৩ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০৩.০৭ টাকা। চেন্নাইতে পেট্রলের দাম ১০৯.৩৪ টাকা ও ডিজেলের দাম ৯২.৪২ টাকা। বেঙ্গালুরুতে পেট্রলের দাম ১০৯.৪১ টাকা ও ডিজেলের দাম ৯৩.২৩ টাকা।

আরও পড়ুন:মূল্যবৃদ্ধিতে ১১৩ পার করল পেট্রল, জেনে নিন আজকের জ্বালানির দর

Advertisement

সূত্রের খবর, মার্চ ২২-এর পর তেলের দামে রেকর্ড পরিমাণ বৃদ্ধি হয়েছে। আর এর জন্য পাঁচ রাজ্যের বিজেপির ভোটের উপহার বলে কটাক্ষ করেছেন বিরোধীরা। ইউক্রেনে এর পর থেকে বেড়ে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে পেট্রোপণ্যের দাম আরও বাড়ানো হবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ক্রমাগত জ্বালানির এই মূল্যবৃদ্ধি অন্যান্য জিনিসপত্রের দামের ওপর প্রভাব ফেলবে এবং মুদ্রাস্ফীতির চাপের দিকে নিয়ে যাবে যা অন্যান্য পণ্যের দামকেও প্রভাবিত করবে।

আরও পড়ুন: SSC সহ ১০টি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ টন্ডন

জ্বালানির দরের সঙ্গে আকাশছুঁয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। চাল-ডাল, মাছ মাংস থেকে শুরু করে সর্ষের তেল সবকিছুর দামই ক্রমশ নাগালের বাইরে। বাজারে গেলেই পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। ২০২১ সালের নভেম্বর মাসের শুরুতে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচনী প্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পেট্রল এবং ডিজেলের দাম ফ্রিজ ছিল। এই পাঁচ রাজ্যের ভোটের ফল বেরোতেই রেকর্ড ১৩৭ দিন অর্থাৎ গত ২২ মার্চ এর পর থেকে পেট্রল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ₹৬.৪ টাকা বেড়েছে।

Advertisement