দেশের খবর
মহার্ঘ জ্বালানি, ১২ দিনে ১০ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মহার্ঘ জ্বালানি। টানা ১২ দিনে ১০ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম। এছাড়াও প্রতি লিটারে ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে সর্ষের তেলের দাম। দৈনন্দিন এই জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছে তৃণমূল।
যদিও বিশ্ববাজারে তেলের দাম ওঠা-নামার উপর দেশে তেলের দাম নির্ভর করছে বলে সাফাই দিয়েছে BJP। শুধু তাই নয়, কেন্দ্র এবং রাজ্যগুলির কর আদায়ের উপরও এই তেলের দাম প্রভাব ফেলছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার!
শনিবার দেশের বাজারে তেলের দাম বাড়ল ৮০ পয়সা। ২ এপ্রিল শনিবার রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ১০২.৬১ টাকা। মুম্বইতে পেট্রলের দাম ১১৭৫৭ টাকা। যারফলে গত ২২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ১২ দিনে মোট তেলের দাম বাড়ল ৭টাকা ২০ পয়সা। অন্যদিকে তামিলানাড়ুর রাজধানী শহর চেন্নাইতে প্রতি লিটার পেট্রলের দাম ১০৮.২১ টাকা ডিজেলের দাম ৯৮.২৮ টাকা প্রতি লিটার। কলকাতায় আজকের পেট্রলের দাম ১১২.১৯ টাকা ডিজেলের দর ৯৮.২৮ টাকা।
মোদির গড় গুজরাটেও ঊর্ধ্বগামী তেলের দাম। শনিবার আহমেদাবাদে পেট্রলের দাম ১০২.২৯ টাকা এবং ডিজেলের দাম ৯৬.৫৪ টাকা। পুনেতে আজকের পেট্রলের দাম ১১৭.০৫ টাকা এবংডিজেলের দাম ৯৯.৭৮ টাকা। এছাড়াও নয়ডাতে পেট্রলের দাম ১০২.৬৭ টাকা ও ডিজেলের দাম ৯৪.২২ টাকা প্রতি লিটার।
আরও পড়ুন: চাকুরিজীবীদের জন্য রয়েছে সুখবর, DA বাড়ল ৩ শতাংশ
এদিকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই হুহু করে বাড়ছে জ্বালানীর দাম। যা নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলের নেতামন্ত্রীরা। এছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করায় ক্রমাগত বেড়েই চলেছে জ্বালানির দাম।