মধ্যবিত্তের অস্বস্তি বাড়িয়ে ফের বাড়লো পেট্রল ডিজেলের দাম
Connect with us

দেশের খবর

মধ্যবিত্তের অস্বস্তি বাড়িয়ে ফের বাড়লো পেট্রল ডিজেলের দাম

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত দীপাবলির দিন দেশে কমেছিল পেট্রল ডিজেলের দাম। তারপর থেকে একই অবস্থায় ছিল পেট্রোল ডিজেলের দাম। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করা হয়েছিল। আর সেই  আশঙ্কায় সত্যি হল। মঙ্গলবারের পর বুধবার ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম।

মঙ্গলবারের পর বুধবারও ৮০ পয়সা বাড়ল জ্বালানির দাম। এই মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পরপর দু’দিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ল দিল্লিতে। সেখানে বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৭.০১ টাকা এবং ডিজেলের দাম ৮৮.২৭ টাকা। মুম্বইয়ে ৮৫ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ১১১.৬৭ টাকা এবং ডিজেল ৯৫.৮৫ টাকা।

এদিকে, কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৮৩ পয়সা বেড়ে হয়েছে ১০৬.৩৪ টাকা। সেখানে ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে হয়েছে ৯১.৪২ টাকা। দেশে প্রায় তিন মাস পর ফের বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। অন্যদিকে, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৬ টাকা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর জ্বালানির দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছিল। সেই আশঙ্কাই সত্যি হল।

Advertisement

আরও পড়ুন: করোনা অধ্যায়ের ইতি টানতে চলেছে কেন্দ্র, ৩১ মার্চ থেকে উঠে যাচ্ছে কোভিড বিধিনিষেধ

ক্রিসিল সংস্থার গবেষণা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে যেভাবে অপরিশোধিত তেলের দাম বেড়েছে তাতে জ্বালানির দাম লিটারে ১৫-২০ টাকা না বাড়ালে লোকসান মেটানো যাবে না। প্রসঙ্গত, ভারতের ব্যবহৃত জ্বালানির ৮৫ শতাংশ আমদানীকৃত। এই পরিস্থিতি জ্বালানির দাম বাড়বেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: লজেন্স খেয়ে যোগী রাজ্যে মৃত ৪ শিশু, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Advertisement

উল্লেখ্য,  গত বছর ৬ অক্টোবর দাম বেড়েছিল রান্নার গ্যাসের। ২০২১ সালের ৪ নভেম্বর থেকে পেট্রল-ডিজেলের দাম বাড়েনি। উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে নির্বাচনের ফল ঘোষণার ১২ দিনের মাথায় ফের বাড়ল পেট্রোপণ্যের দাম। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চড়চড়িয়ে বেড়েছে। গত নভেম্বরে যা ছিল ৮২ ডলার প্রতি ব্যারেল। তা এখন ১১৪ ডলার প্রতি ব্যারেল। রোজই দাম বাড়ছে জ্বালানি পণ্যের।