মূল্যবৃদ্ধিতে ১১৩ পার করল পেট্রল, জেনে নিন আজকের জ্বালানির দর
Connect with us

দেশের খবর

মূল্যবৃদ্ধিতে ১১৩ পার করল পেট্রল, জেনে নিন আজকের জ্বালানির দর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অব্যাহত আকাশছোঁয়া জ্বালানির দাম। গত ১৩ দিনে ১০ বার বাড়ল পেট্রপণ্যের মূল্য। গত ২২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত গড়ে জ্বালানির দাম বেড়েছে ৮ টাকা করে। ছুটির দিন রবিবারও লিটার প্রতি ৮৪ পয়সা বেড়েছে পেট্রল এবং ডিজেলের দাম। লাগাতার জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস ওঠার যোগার আমজনতার।

জ্বালানির দরের সঙ্গে আকাশছুঁয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। চাল-ডাল, মাছ মাংস থেকে শুরু করে সর্ষের তেল সবকিছুর দামই ক্রমশ নাগালের বাইরে। বাজারে গেলেই পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। অন্যদিকে রবিবার ছুটির বাজারে কলকাতায় পেট্রলের দাম ১১৩.০৩ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৮২ টাকা। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী CNG গ্যাসের দামও।

আরও পড়ুন: ১২২ বছরে উষ্ণতম মার্চ জানাল আবহাওয়া দফতর

Advertisement

এদিকে শুধু জ্বালানির দরে নাজেহাল কলকাতাবাসী একা নয়। দেশের অন্যান্য রাজ্যগুলিতেও লাগাতার বাড়ছে তেলের দাম। রবিবার রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ১০৩.৪১ টাকা ও ডিজেলের দাম ৯৪.৬৭ টাকা। মুম্বইতেও পেট্রলের দাম বেড়েছে ৮৪ পয়সা। এদিন বাণিজ্যনগরীতে পেট্রলের দাম ১১৮.৪১ টাকা এবং ডিজেলের দাম ১০২.৬৪ টাকা। চেন্নাইতে রবিবার পেট্রলের দাম ১০৮.২১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.০৪টাকা। যথাক্রমে দাম বেড়েছে ৮৪ এবং ৮৫ পয়সা।

আরও পড়ুন: মহার্ঘ জ্বালানি, ১২ দিনে ১০ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম

জানা গিয়েছে, ২০২১ সালের নভেম্বর মাসের শুরুতে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচনী প্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পেট্রল এবং ডিজেলের দাম ফ্রিজ ছিল। এই পাঁচ রাজ্যের ভোটের ফল বেরোতেই রেকর্ড ১৩৭ দিন অর্থাৎ গত ২২ মার্চ এর পর থেকে পেট্রল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ₹৬.৪ টাকা বেড়েছে।

Advertisement