দেশের খবর
কলকাতায় পেট্রোলের দামে সেঞ্চুরি পার, জ্বালানি কিনতে হাত পুড়ছে মধ্যবিত্তের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রতিদিনই জ্বালানি তেল কিনতে গিয়ে অবাক হতে হচ্ছে গাড়ি চালকদের। টানা ১৬ দিনে ১৪ বার বাড়ল পেট্রল ডিজেলের দাম। মঙ্গলবারের পর বুধবারও প্রতি লিটারে ৮০ পয়সা করে বাড়ল তেলের দাম। একদিকে সেঞ্চুরী হাকাচ্ছে পেট্রল অন্যদিকে ১০০ ছুঁই ছুঁই করছে ডিজেলের দাম।
এদিকে ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধিতে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ার ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক মঙ্গলবারের পর বুধবার কলকাতা সহ চার মেট্রো শহরে। বুধবার কলকাতায় পেট্রলের দাম রয়েছে ১১৫.৮ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮৩ টাকা। অর্থাৎ লিটার প্রতি জ্বালানির দাম বেড়েছে ৮০ পয়সা।
অন্যদিকে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ১০৫.৪১ টাকা ও ডিজেলের দাম ১০৪.৬১ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রলের দাম ১২০.৫১ টাকা এবং ডিজেলের দাম ১০৪.৭৭ টাকা প্রতি লিটারে। চেন্নাইতে পেট্রলের দাম ১১০.৮৯ টাকা ও ডিজেলের দাম ১০০.৯৮ টাকা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি মঙ্গলবার জ্বালানীর দাম বৃদ্ধি নিয়ে বলতে গিয়ে তিনি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে বলেছেন যে, ”ভারত জ্বালানি তেলে শুধুমাত্র মাত্র ৫ শতাংশ পরিবর্তন দেখেছে।
আরও পড়ুন: SSKM হাসপাতালে অনুব্রতের গাড়ি, শুরু হয়েছে বুকে ব্যাথা
তিনি বলেন, “ভারতে বাড়ানো জ্বালানির দাম অন্যান্য দেশে দামের পরিবর্তনের ১/১০ ভাগ। এপ্রিল ২০২১ এবং মার্চ ২০২২ এর মধ্যে পেট্রোলের (পেট্রোল) দামের তুলনা করলে, মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) দাম ৫১ শতাংশ বেড়েছে, কানাডায় ৫২ শতাংশ, জার্মানিতে ৫৫ শতাংশ, যুক্তরাজ্যে (ইউকে) ৫৫ শতাংশ, ফ্রান্সে ৫০ শতাংশ, স্পেনে ৫৮ শতাংশ কিন্তু ভারতে মাত্র ৫ শতাংশ বেড়েছে।”
আরও পড়ুন: শুরু পেটে-বুকে ব্যাথা, SSKM এর সাড়ে ১২ নম্বর কেবিনে অনুব্রত
দেশজুড়ে করের হার বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় করের উপর নির্ভর করে একেক রাজ্যে জ্বালানির দাম পরিবর্তিত হয়। গত ২২ মার্চ হার সংশোধনে পর সাড়ে চার মাসের দীর্ঘ বিরতি শেষ হওয়ার পর ১৬ দিনে ১৪ বার দাম বৃদ্ধি পেল পেট্রোপণ্যের।