দেশের খবর
জ্বালানির দরে পকেটে টান, জেনে নিন আজকের পেট্রল-ডিজেলের দাম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিছুতেই মিলছে না স্বস্তি। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের ঊর্ধ্বগামী তেলের দাম। গত সাতদিনে প্রতি লিটারে পেট্রল ও ডিজেলে মোটের উপর দাম বাড়ল ৪ টাকা ৮০ পয়সা। গত এক সপ্তাহ ধরে এভাবেই হু-হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম।
জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে মঙ্গলবার পেট্রলের দাম প্রতি লিটারে ১০০.২১ টাকা। আগে যা ছিল প্রতি লিটারে ৯৯.৪১ টাকা। এছাড়াও ডিজেলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯১.৪৭ টাকা। আগে এর দাম ছিল ৯০.৭৭টাকা। এদিকে দেশজুড়ে তেলের উপর করের হার বৃদ্ধি করা হয়েছে। যারফলে বিভিন্ন রাজ্যে তেলের দাম পরিবর্তিত হচ্ছে। গত ২২ মার্চ হার সংশোধনের পর সাড়ে চার মাসের দীর্ঘ বিরতি পর এটি জ্বালানি দামের সপ্তমবার বৃদ্ধি ঘটল।
আরও পড়ুন: মহার্ঘ জ্বালানি! টানা ৬ দিনে পাঁচবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম
অন্যদিকে কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম অনেক সময়েই ওঠানামা করে। অপরিশোধিত তেলের দামের বিচারে জ্বালানির দামে ফারাক তৈরি হয়। প্রতিদিন পরিবর্তন হয় দামের। কলকাতায় মঙ্গলবার পেট্রল ও ডিজেলের দাম হল, পেট্রল প্রতি লিটার ১০৯.৬৮ টাকা। সোমবার যা ছিল ১০৮.৮৫ টাকা। মঙ্গলবার (২৯ মার্চ) কলকাতার বাজারে ডিজেলের দাম ৯৪.৬২ টাকা। সোমবার এই তেলের দাম ছিল ৯৩.৯২ টাকা। এছাড়াও দেশের অন্যান্য শহরগুলিতেও বেড়েছে জ্বালানির দাম।
আরও পড়ুন: ইচ্ছা থাকলে উপায় হয়! জেলে বসেই IIT-র বিজ্ঞানী হতে চাই সুরজ
জেনে নিন বাণিজ্যনগরী মুম্বইতে মঙ্গলবার পেট্রল এবং ডিজেলের দর। মুম্বইতে পেট্রলের দাম প্রতি লিটারে ১১৫.০৪ টাকা। ডিজেলের দাম ৯৯.২৫ টাকা। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটারে ১০৫.৯৪ টাকা এবং ডিজেলের দাম ৯৬.০০ টাকা। বেঙ্গালুরুতে মঙ্গলবার পেট্রলের দাম রয়েছে ১০৫.৬২ টাকা। একই সঙ্গে এখানে ডিজেলের দাম ৮৯.৭০ টাকা।
এদিকে পাঁচ রাজ্যে ভোট মিটতেই জ্বালানির এরকম মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা করেছেন বিরোধী দলের নেতারা। এদিন ক্রমাগত পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তোপ দাগেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেন, ”সামনের সপ্তাহে রাজ্যসভার ভাষনে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করা হোক।”