অর্ধেক দামে পেট্রোল, ৫৪তম জন্মদিনে রাজ ঠাকরের অভিনব উপহার
Connect with us

দেশের খবর

অর্ধেক দামে পেট্রোল, ৫৪তম জন্মদিনে রাজ ঠাকরের অভিনব উপহার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অভিনব পদ্ধতিতে দেশের রাজনৈতিক নেতাদের জন্মদিন পালন নতুন কোনও ব্যাপার নয়। এবার রাজ ঠাকরের ৫৪তম জন্মদিন অভিনব ভাবে পালন করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের হাতে লিটার প্রতি ৫৪ টাকা দামে পেট্রোল তুলে দিল নবনির্মাণ সেনা। নেতার জন্মদিন উপলক্ষে ঔরঙ্গাবাদে দিনভর এই কর্মসূচি পালন করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা। দলের ঔরঙ্গাবাদ জেলা সভাপতি সুমিত খুম্বেকর জানিয়েছেন, সকাল ৬টা থেকেই অর্ধেক দামে পেট্রোল নিতে বহু মানুষ উপস্থিত হন। লিটার প্রতি মাত্র ৫৪ টাকা দামে পেট্রল পেয়ে সকলেই উচ্ছ্বসিত বলে দাবি করেছেন তিনি।

রাজ ঠাকরের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই পূজাপাঠ সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মূল অনুষ্ঠানটি হয় সকাল সাড়ে পাঁচটা নাগাদ। শেগাঁওয়ের সন্ত গজানন মহারাজ মন্দিরে নবনির্মাণ সেনার কর্মীরা আরতি করার পাশাপাশি দলের প্রধান রাজ ঠাকরের দীর্ঘায়ু কামনা করেন। যদিও অসুস্থতার কারণে নিজের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি রাজ ঠাকরে। ১৪ তারিখ জন্মদিনের দিনই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু জন্মদিন বলে অস্ত্রোপচার সেই দিন স্থগিত রাখা হয়। তবে এক ভিডিও বার্তার মাধ্যমে দলের কর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারার জন্য দুঃখ প্রকাশ করেন রাজ ঠাকরে। আগামী সপ্তাহে তাঁর অস্ত্রোপচার হবে বলেও জানিয়েছেন তিনি।

জন্মদিনে অর্ধেক দামে সাধারণ মানুষের মধ্যে পেট্রোল বিলি করা নিয়ে রাজ ঠাকরে ও তাঁর দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। রাজ ঠাকরে বিরোধী শিবিরের দাবি, মহারাষ্ট্রে সমর্থন হারিয়েছে নবনির্মাণ সেনা। তাই চমকদারি রাজনীতি করতেই এমএনসি এই কর্মসূচি নিয়েছে বলে কটাক্ষ করেছে বিরোধীরা।

Advertisement