দেশের খবর
মহার্ঘ জ্বালানি! টানা ৬ দিনে পাঁচবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জ্বালানির দাম ক্রমশ ঊর্ধ্বমুখীতে থাকায় নাভিশ্বাস উঠছে আমজনতার। টানা ছয়দিনে পাঁচবার দেশজুড়ে বাড়ল জ্বালানি পণ্যের দাম। তেলের এভাবে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বেজায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
রবিবার দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে প্রতি লিটাড়ে ৯৯.১১ টাকা। অর্থাৎ পেট্রলে দাম বাড়ানো হয়েছে ৫০ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৯০.৪২ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম বাড়ানো হয়েছে ৫৫ পয়সা। অন্যদিকে মুম্বইতে পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৫৩ পয়সা ও ৫৮ পয়সা। যথা মুম্বইয়ে রবিবারে পেট্রলের দর রয়েছে ১১৩.৮৮ টাকা এবং ডিজেলের দাম ৯৮.১৩ টাকা।
আরও পড়ুন: মোদির মন কি বাত: স্বচ্ছতার উপর জোর দেওয়ার বার্তা
যারফলে গত মঙ্গলবার থেকে টানা ছয়দিনে তেলের দাম বাড়ল প্রায় চার টাকা। অন্যদিকে
কলকাতায় লিটারে ৫২ পয়সা বেড়ে পেট্রলের দাম হল ১০৮.৫৩ টাকা এবং ডিজেলের দাম ৯৩.৫৭ টাকা। চেন্নাইতে রবিবার পেট্রলের বাজার দর যথা ১০৪.৯০ টাকা এবং ডিজেলের দাম ৯৫.০০ টাকা প্রতি লিটার।
আরও পড়ুন: ‘দেশপ্রেমিক’ পরিচালককে ইউটিউবে ‘কাশ্মীরি ফাইলস’ আপলোড করতে বলে কটাক্ষ কেজরিওয়ালের
এদিকে পাঁচ রাজ্যে ভোট মিটতেই জ্বালানির এরকম মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা করেছেন বিরোধী দলের নেতারা। এদিন ক্রমাগত পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তোপ দাগেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেন, ”সামনের সপ্তাহে রাজ্যসভার ভাষনে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করা হোক।”