পার্থ চট্টোপাধ্যায়ের বার্তা! প্রকাশ্যে দল বিরুদ্ধ বিবৃতি দেওয়া যাবে না, দলের ভাবমূর্তি নষ্ট হলেই কঠোর পদক্ষেপ
Connect with us

বাংলার খবর

পার্থ চট্টোপাধ্যায়ের বার্তা! প্রকাশ্যে দল বিরুদ্ধ বিবৃতি দেওয়া যাবে না, দলের ভাবমূর্তি নষ্ট হলেই কঠোর পদক্ষেপ

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দলের বিরুদ্ধে প্রকাশ্য বিবৃতি দেওয়া যাবে না। দলের ভাবমূর্তি নষ্ট হলেই কঠোর পদক্ষেপ করবে শৃঙ্খলা রক্ষা কমিটি। ঘরোয়া কোন্দল নিয়ে শনিবার দলের নেতা-কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

রভোট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যক্তিগত মত’ প্রকাশের বিরুদ্ধে মুখ খুলেছেন শ্রীরামপুরের সাংসদ তথা সংসদে দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে তিনি নেতা মানেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব প্রমাণ হয়নি বলেই দাবি করেছেন তৃণমূলের চিফ হুইপ। ভোট দু’মাস পিছনোর অভিষেকের মত বিজেপির মতের সঙ্গে মিলে যাচ্ছে বলেও মন্তব্য করেন কল্যাণ। এদিকে, কল্যাণের এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন দলের অন্যান্য নেতৃত্ব থেকে সাংসদরাও। কুণাল ঘোষ থেকে অপরূপা পোদ্দার এমনকী কামারহাটির বিধায়ক মদন মিত্র, যুব নেতা সুদীপ রাহা, কল্যাণ বিরোধিতার তালিকায় বাদ নেই কেউ।

সকলেই সোশ্যাল মিডিয়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তীর্যক মন্তব্য করেছেন। এমনকি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দাদার সমর্থনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে লিখেছেন, ‘শ্রীরামপুর এবার নতুন সাংসদকে চায়’। শোনা যাচ্ছে, তার পাল্টা হিসেবে কল্যাণ অনুগামীরাও এবার সোশ্যাল মিডিয়ায় ‘শ্রীরামপুর আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই চায়’ বলে পাল্টা প্রচার শুরু করার পরিকল্পনা করছে। অভিষেকের আরেক বোন অদিতি গায়েনও সোশ্যাল মিডিয়ায় কল্যাণ বিরোধিতায় সরব হয়েছেন। গত সপ্তাহে ডায়মন্ডহারবারের কোভিড পরিস্থিতি নিয়ে সভা শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আগামী দুই মাসের জন্য সমস্ত রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখা উচিত।’ সেটা তাঁর ব্যক্তিগত মত বলে জানিয়েছিলেন।

Advertisement

তারই পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেককে তীব্র আক্রমণ করেন। শ্রীরামপুরের সাংসদ ডায়মন্ড হারবারে ফুটবল টুর্নামেন্টে হাজার হাজার লোক হওয়া এবং মুম্বই থেকে গায়ক এনে জলসা করা নিয়ে কটাক্ষ করেন। অভিষেক অনুগামীরাও কল্যাণের এই কটাক্ষের পাল্টা দিতে গিয়ে গত ২ জানুয়ারি ফুরফুরা শরীফে হাজার হাজার দর্শক নিয়ে ফুটবল টুর্নামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তৃণমূল কংগ্রেসের এই গৃহযুদ্ধকে তীব্র কটাক্ষ করছেন বিরোধীরা। এই বিতর্ক থামাতে দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত সাংসদকে হুইপ জারি করে জানান, দলের আভ্যন্তরীণ কোনও বিষয়ে লিডারকে না জানিয়ে কোনও কিছুতে সই করা যাবে না। সেই নিয়েও তৈরি হয় বিতর্ক। দলের অস্বস্তি ঢাকতে শনিবার সাংবাদিক বৈঠক করে দলীয় নেতাদের কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে অনেকেই বিবৃতি, পাল্টা বিবৃতি দিচ্ছেন। সোশ্যাল মিডিয়াতেও লিখছেন।কর্মী-নেতাদের বিরুদ্ধে যে ভাবে প্রকাশ্যে একের পর এক মন্তব্য করা হচ্ছে, তা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যথেষ্ট। কারও কোনও বক্তব্য থাকলে দলের মধ্যে বলুন। আমি নিষেধ করেছিলাম। কোনও মন্তব্য থেকে বিরত থাকতে বলেছিলাম। কিন্তু শোনেনি। তাই শনিবারই শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠকে বসেছিল। আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাঁরা এই ধরণের বিবৃতি দেবেন, তাঁদের বিরুদ্ধে কমিটি কঠোর সিদ্ধান্ত নেবে। আমি আবার বলছি, কারও কোনও সমস্যা হলে, দলের ভিতরে আলোচনা করুন।’ যাঁরা প্রকাশ্যে মন্তব্য করেছেন বা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা জিজ্ঞাসা করা হলে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘গোটা বিষয়টি দলের শৃঙ্খলা রক্ষা কমিটি দেখছে।

কমিটি যাবতীয় সিদ্ধান্ত নেবে।’ শনিবার দুপুরে ভবানীপুরে একদল তৃণমূল সমর্থক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাঁদের হাতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে পোস্টার। তাতে লেখা ‘ধিক্কার’। কোনওটাতে আবার লেখা, ‘মাতাল তোকে জানতে হবে আগামীকে মানতে হবে’। রাস্তায় পোড়ানো হয় কল্যাণের কুশপুতুলও। তবে এই বিক্ষোভের খবর তাঁর কাছে নেই বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ‘তৃণমূলের কোনও কর্মী এই কাজ করতে পারে না।’ তবে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই যে জায়গায় পৌঁছেছে, তাতে এত সহজেই সবকিছু ঠান্ডা হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.