পার্ক খুললেই চলত অশ্লীল কাজকর্ম, তালা ঝোলাল ক্ষুদ্ধ গ্রামবাসীরা
Connect with us

বাংলার খবর

পার্ক খুললেই চলত অশ্লীল কাজকর্ম, তালা ঝোলাল ক্ষুদ্ধ গ্রামবাসীরা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পার্কের ভিতরে ঝোপঝাড়ের আড়ালে যুগলদের আসর! দিনভর অশ্লীল কাজকর্মে লিপ্ত তরুন তরুনীদের একাংশ। এমনই অভিযোগ তুলে রায়গঞ্জের সোহারই এলাকার কুলিক ইকো পার্কে তালা ঝুলিয়ে দিলেন এলাকার মানুষজন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এমন আপত্তিজনক কর্মকান্ডের জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রভাব পড়ছে শিশু কিশোরদের উপরে। ঘঠনায় প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা। পার্কের আড়ালে অশ্লীল কাজকর্মের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন এলাকার সাধারণ মানুষ। পার্কের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: পাহাড়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, প্রাতভ্রমণে বেরিয়ে শিশুদের চকোলেট উপহার দিলেন

Advertisement

বুধবার ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জ থানার সোহারই এলাকায় অবস্থিত কুলিক ইকো পার্কে। দীর্ঘ বেশ কয়েক বছর আগে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সৌজন্যে কুলিক বনাঞ্চল সংলগ্ন স্থানে সাধারণ মানুষের বিনোদনের জন্য তৈরি হয়েছিল এই ইকোপার্কটি। ক্যানেলের জলে বোটিং থেকে সুদৃশ্য বাগান, ফোয়ারা, ছোটো শিশুদের জন্য মনোরঞ্জনের নানান সামগ্রী দিয়ে ভরপুর ছিল পার্কটি। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বেহাল হতে থাকে ইকোপার্ক।

সম্প্রতি সেখানে বহিরাগত তরুণ-তরুণীদের আনাগোনা বাড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিকিট কেটে পার্কে ঢুকে অশ্লীল কাজকর্মে লিপ্ত হচ্ছে তরুণ-তরুণীদের একাংশ। ঝোপঝাড়ের আড়ালে দিনভর এমনটাই চলছে বলে অভিযোগ। যার জেরে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।

আরও পড়ুন: জমজমাট দার্জিলিং দুই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বৈঠক

Advertisement

স্থানীয় কিশোর-কিশোরী ও যুব সমাজের এর দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে বলে অভিযোগ। যদিও তাতে নজর নেই পার্কের সার্বিক দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের। এ বিষয়ে আগেই স্থানীয় বাহিন গ্রাম পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনকে আবেদন জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় বুধবার দুপুরে এলাকার মহিলা-পুরুষ একত্রিত হয়ে প্রথমে পার্কের ভিতরে অভিযান চালিয়ে যুগলদের বের করে দেন। তারপর পার্কের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণ না হলে পার্ক বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তাঁরা। ঘটনাকে ঘিরে এদিন উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। যদিও এ ব্যপারে কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.