বাংলার খবর
রাস্তা যেন মরণফাঁদ, সংস্কারের দাবিতে পথ অবরোধ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ আই এন টি টি ইউ সি-র।
বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ ধূপগুড়ি ব্লকের পুর্ব মাগুরমারী এলাকায় অবরোধ শুরু করে আই এন টি টি ইউ সি প্রভাবিত টোটো ইউনিয়নের সদস্যরা। তাঁদের দাবি, গত কয়েক বছর থেকে ধূপগুড়ি থেকে নাথুয়া গামী ঐ রাজ্য সড়ক বেহাল দশা। রাস্তার মাঝে বিশালাকৃতির গর্ত যে কোনও মুহুর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।
এদিকে বর্ষার মরশুমের প্রাক মুহুর্তে এই রাস্তায় জমা জলে রাস্তার গর্ত বা জল কাদা মানুষের জীবন জীবিকা ব্যাহত করছে। বারংবার এই বিষয়ে প্রশাসনকে অবগত করা হলেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ।তাই বাধ হয়ে এই অবরোধ। এদিকে ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সহ ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়।
আরও পড়ুন: মাঠে গরু আনতে যাওয়াই কাল! বজ্রপাতে প্রাণ হারালেন বাবা-ছেলে
অবরোধ কারীদের সঙ্গে কথা বলে ওসি টাফ্রিকের তরফে গত ৩ তারিখে সংশ্লিষ্ট দফতর এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছিল সেই চিঠি তুলে ধরা হয়।কিন্তু তাতেও অবরোধকারীরা নিজেদের দাবি থেকে সরতে অরাজি। শেষ পর্যন্ত ধূপগুড়ি থানার আই সি সুজয় তুঙ্গা ঘটনাস্থলে আসেন। এদিকে অবরোধকারীদের সঙ্গে রীতিমতো বচসা বাধে।দীর্ঘক্ষন বচসা চলার পর অবশেষে আই সি অবরোধকারীদের আলোচনায় বসলে অবরোধ উঠে যায়।পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন: মোদির পদত্যাগ চেয়ে BJP নেতাদের তিহার জেলে পাঠানোর দাবি মুখ্যমন্ত্রীর
অবরোধ কারী পরিতোষ রায়ের দাবি,রাস্তার বেহাল দশার জন্য টোটোর দুর্ঘটনা ঘটছে।সে কারনে যাত্রীদেরকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে।যা আয় হয় তা এভাবেই চলে যাচ্ছে।দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল দশা সংশ্লিষ্ট দফতরের হুশ নেই।