এই বয়সী মানুষের মদ্যপানের ঝুঁকি বেশি!
Connect with us

লাইফ স্টাইল

এই বয়সী মানুষের মদ্যপানের ঝুঁকি বেশি!

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বর্তমান সময়ে কম বেশি মদ্যপান সকলেই করে থাকেন। অ্যালকোহলের বোতলের ওপর একটি সতর্কবার্তাও লেখা থাকে, যা আপনাকে সতর্ক করে মদ্যপান থেকে বিরত থাকার জন্য। বিশেষজ্ঞরাও অ্যালকোহল পান না করার পরামর্শ দেন কারণ এটি অনেক রোগের কারণ হতে পারে।

জসলোক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের জেনারেল মেডিসিন কনসালট্যান্ট ডাঃ রোহান সেকিরার মতে, আমাদের শরীর এক ঘণ্টায় মাত্র একটি পানীয় এবং দিনে মোট ৩বার পানীয় হজম করতে পারে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, যে কোন বয়সে অ্যালকোহল পান করা করা শরীরের পক্ষে ক্ষতিকর। ৪০ বছরের কম বয়সী যুবকরা অ্যালকোহল পান করার কারণে উচ্চ স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। গবেষকরা ২০৪টি দেশে ১৯৯০ এবং ২০২০ এর মধ্যে ১৫ থেকে ৯৫ বছর এবং তার বেশি বয়সী পুরুষ এবং মহিলাদের জন্য ২০২০ গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ ডেটা ব্যবহার করে অ্যালকোহলের জন্য দায়ী ২২টি স্বাস্থ্যগত অবস্থার ঝুঁকি দেখেছেন। এই ঝুঁকিগুলির মধ্যে হৃদরোগ এবং ক্যানসারও অন্তর্ভুক্ত।

পাশাপাশি আরও জানা গিয়েছে, ৪০ বছর বা বেশি বয়সে যাদের অ্যালকোহল সেবন করলে হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। শুধুমাত্র অ্যালকোহলে ২০২০ সালে ১৩৪ কোটি এরও বেশি মৃত্যুর কারণ বলে জানা গেছে, যার মধ্যে ১৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষ সবচেয়ে বেশি। বিশ্বব্যাপী স্বাস্থ্য ক্ষতি কমাতে সেই বয়সের লোকেদের জন্য শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত বলেই জানানো হয়েছে গবেষণায়।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.