রামনবমী ২০২২: সম্প্রীতির বার্তা দিতে জেলায়-জেলায় পালন রামনবমী
Connect with us

বাংলার খবর

রামনবমী ২০২২: সম্প্রীতির বার্তা দিতে জেলায়-জেলায় পালন রামনবমী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সুখ শান্তি এবং সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে রবিবার সাড়ম্বরে  পালিত হল রামনবমী। এদিন কোতুলপুরে BJP-র পক্ষ থেকে রামনবমীর পালন কড়া হয়।

রবিবার সকাল থেকেই পুজো পাঠের মধ্য দিয়ে শুরু হয় এই রামনবমী উৎসব। কথিত আছে আজকের দিনে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনার লক্ষ্যে সেই থেকেই রামনবমী পালিত হয়ে আসছে। এমনটাই জানালেন বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। তিনি আরও বলেন, ” দেশে-দেশে যখন নৈরাজ্য অশান্তি বিশৃঙ্খলা তৈরি হয় তখনই বারেবারে বিভিন্ন অবতাররূপে কেউ না কেউ আবৃত হয়ে শান্তি-সমৃদ্ধি ফিরিয়ে আনেন, তেমনই রামচন্দ্র। ওন্দার বিধায়ক অমরনাথ শাখা বলেন, ”দিদি একসময় রামনবমীর পুজোপাঠ বিরোধিতা করেছিলেন কিন্তু আজ তিনি রামের ভক্ত হয়ে গেছেন।” 

অন্যদিকে, রামনবমী উপলক্ষে রবিবার দুপুরে ধূপগুড়ি রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন ধূপগুড়ি মিলন সংঘ ক্লাবের সামনে থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়ে শহর পরিক্রমা করে। গেরুয়া পোশাকে গেরুয়া ধ্বজা হাতে জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায় শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের। শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য শহর জুড়ে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। শোভাযাত্রার পাশাপাশি এদিন ভগবান রামচন্দ্রের পুজোর আয়োজন করা হয়।

Advertisement

আরও পড়ুন: মগরাহাট জোড়াখুনে গ্রেফতার মূল অভিযুক্ত

রামনবমী উপলক্ষে রবিবার বড় মিছিল হল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদের ব্যাবস্থাপনায় রায়গঞ্জ রামনবমী উদযাপন কমিটি এই মিছিলের আয়োজন করে। কয়েক হাজার বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এবং বিজেপির নেতা কর্মী সমর্থকেরা এই মিছিলে অংশ নেন। সুসজ্জিত এই র‍্যালিতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের বিশাল কাটআউট নিয়ে গেরুয়া পতাকা হাতে মিছিলে অংশ নিতে দেখা যায় হাজার হাজার মানুষকে।

ব্যান্ড পার্টি সহ নানান বাদ্যি বাজনা সহ ডিজে বাজিয়ে নাচা গানার মাধ্যমে সুদৃশ্য এই রামনবমীর শোভাযাত্রা রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে দেবীনগর কালীবাড়ি পর্যন্ত সুদীর্ঘ রাজপথ পরিক্রমা করে। বর্নাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ নেতৃত্ব। বিশ্ব হিন্দু পরিষদের এই রামনবমী শোভাযাত্রাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সমগ্র রায়গঞ্জ শহর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন।

Advertisement

আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, হাওড়া জেলা হাসপাতালে উত্তেজনা

এই মিছিল ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনীও। শান্তির বার্তা দিতেই রামনবমীর শোভাযাত্রা বলে দাবি উদ্যোক্তাদের। বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের এই রামনবমী শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে প্রচুর মানুষের ভীড় লক্ষ্য করা যায় রায়গঞ্জ শহরে।

Advertisement