বাংলার খবর
হনুমান জয়ন্তী ২০২২: জেলায়-জেলায় উৎসবের আমেজে মাতোয়ারা পুণ্যার্থীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শনিবার ডুয়ার্সের মালবাজারের শিবহোম বালাজি মন্দিরে হনুমান জয়ন্তীতে পুণ্যার্থীদের পাশাপাশি পর্যটকদের ঢল নামলো। এদিন মন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ দফতরের মন্ত্রী বুলু চিক বড়াইক।
গত দু’বছর করোনা পরিস্থিতি মোকাবিলায় নানা কঠোর বিধি নিষেধ জারি ছিল। সেইসব দিন এখন অতীত। রাজ্য সহ গোটা দেশে কোভিড বিধি শিথিল হতেই আগের মতোই প্রান ফিরে পেল শিবহোম বালাজি মন্দির। হনুমান জয়ন্তী উপলক্ষ্যে শনিবার সকাল থেকে পূণ্যার্থীদের পুজো দিতে দেখা যায় এই মন্দিরে। শনিবার থেকে শুরু হওয়া এই হনুমান জয়ন্তী উৎসব চলবে রবিবার পর্যন্ত।
আরও পড়ুন: ১৬ সপ্তাহ করুন সন্তোষী মাতার পুজো, সময়ের মতো ঘুরে যাবে ভাগ্যের চাকা
এই বিষয়ে মন্ত্রী বুলু চিক বড়াইক বলেন, “করোনা পরিস্থিতির জন্য দুই বছর এই মন্দিরে সেভাবে মানুষ আসেননি। কিন্তু সেই পরিস্থিতি কাটিয়ে ফের পূণ্যার্থীদের ঢল নেমেছে। পাশাপাশি পর্যটকেরাও অনেক এসেছে।” মন্ত্রী ছাড়াও এদিন হনুমান জয়ন্তী উপলক্ষ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্য সুশীল আগরওয়াল, বিজয় আগরওয়াল সহ অনেকেই।
আরও পড়ুন: ২৫ এপ্রিল শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব, ফেস্টিভ্যালের অন্যতম প্রধান আকর্ষণ সাঁওতালি ছবি ‘আশা’
এদিকে রবিবার সকালে জলপাইগুড়ির কদমতলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তিনদিন ব্যাপী হনুমান জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হল। ঢাক,ঢোল, তাসা, নিয়ে আয়োজিত এই সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে শহরের বিভিন্ন পথের ধারে রীতিমতো মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। এই শোভাযাত্রার পরেই পবনপুত্র হনুমানের উদ্দেশ্যে ছাপ্পান্ন ভোগ দিয়ে পুজোর শুভরাম্ভ হবে বলে জানিয়েছেন সংকট মোচন হনুমান মন্দির কমিটির অন্যতম গোপাল আগরওয়াল। আয়োজনে ছিল কদমতলা গাছয়ালা হনুমান মন্দীর।