প্রযুক্তির হাত ধরে আধুনিক হচ্ছে মানুষ, সমস্যায় সাঁওতাল সম্প্রদায়
Connect with us

বাংলার খবর

প্রযুক্তির হাত ধরে আধুনিক হচ্ছে মানুষ, সমস্যায় সাঁওতাল সম্প্রদায়

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা রাণীনগর। আর এই রাণীনগরের কুড়িপাড়া  রয়েছে। যেখানে সাঁওতালীদের বসবাসা আজও লক্ষ্য করা যায় ।

এক সময় এই সাঁওতাল সম্প্রদায়ের লোকেরা জঙ্গলের শুকনো কাঠ ,পাতা ইত্যাদি জ্বালানি সামগ্রী কুড়িয়ে তা বাজারে বিক্রি করে সংসার চালাত। কিন্তু বর্তমান যুগে প্রযুক্তির কারণে মানুষ এখন রান্নার গ্যাস, ইলেকট্রিক চুল্লি ইত্যাদির ব্যবহার করতে শিখে গিয়েছে। যার ফলে আর কাঠ বা বাঁশের শুকনো অংশ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় না। এই কারণে রাণীনগরের ওই সাঁওতাল সম্প্রদায়ের লোকেদের দিন কাটছে চরম কষ্টের মধ্য দিয়ে।

আরও পড়ুন: এসএসসি দুর্নীতির তদন্তে এবার মামলাকারী ববিতার থেকে নথি চাইল সিবিআই

Advertisement

তাঁদের কথায়,  বাঁশের শুকনো অংশ যেগুলি বাঁশ কেটে নেওয়ার পর সাধারণত কেউ আর নেয় না।  তবে বাঁশের ওই অবশিষ্ট অংশ গুলিকে তারা কুড়ুল দিয়ে কেটে কেটে একসময় বাজারে বিক্রি করতো  এবং তার বিনিময়ে যা কিছু টাকা পেত তাই দিয়ে তাদের সংসার চলত। কিন্তু এখন আর তেমন চলে না। তাদের থেকে কেউ আর জ্বালানির কাঠ নিতে চাই না। তাই এখন তারা সেই কাঠ কুড়িয়ে নিজেরাই রান্নার কাজে ব্যবহার করে ন। কখনও কোনও খরিদ্দার হলে সেগুলি বিক্রি করে দেন। 

আরও পড়ুন: দরজা খুলতেই প্রতিবেশীরা থ, একই পরিবারের ৪ সদস্যের দেহ উদ্ধার

আমাদের প্রতিনিধিকে ক্যামেরা করতে দেখে তারা তো প্রায় ভয় পেয়েই যায়। তারা বলতে থাকেন, ”আপনারা আমাদের ব্যাবসা তুলে দেবেন ? আমরা তো খারাপ কিছুই করি না। ছোট হলেও আমরা ব্যাবসা করে খায়। আমাদের কিছু হলে তার  জন্য দায়ি হবে সরকার। আমরা সরকারের কোনও রকম সাহায্য তেমন পাই না। মাছ ধরা, জঙ্গলের কাঠ কুড়িয়ে বিক্রি এই সবই আমাদের ব্যাবসা। আর তা দিয়েই আমরা আমাদের সংসার চালায়।” 

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.