রাত পোহালেই দোল, রঙের উৎসবে মাতোয়ারা আট থেকে আশি
Connect with us

বাংলার খবর

রাত পোহালেই দোল, রঙের উৎসবে মাতোয়ারা আট থেকে আশি

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: “খেলব হোলি রঙ দেবো না তাই কখনও হয়, এসো এসো বাইরে এসো এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে”… রাত পোহালেই নানা রঙের ছোঁয়ায় রঙের উৎসবে মাতোয়ারা হবে গোটাদেশ। তার আগের দিন রবীন্দ্রনাথের গানের তালে নেচে নেচে বসন্ত উৎসব পালন করল রায়গঞ্জ সদর সার্কেলের পার্বতী দেবী এফ পি স্কুলের খুদে পড়ুয়ারা।

রঙের উৎসব মানেই ছোটোবড় সকলের মন নানা রঙে ভরে ওঠার দিন। আর তার আগেই বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে খুদে ছাত্রছাত্রীদের নিয়ে বসন্ত উৎসব পালন করলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এদিন
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছোট ছোট মেয়েদের শাড়ি পড়ে সেজেগুজে বসন্ত উৎসবের গান ও নাচ এবং পরে রঙিন আবির মাখিয়ে একে অপরকে দোল উৎসবের শুভেচ্ছা জানায় খুদে ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন: বাড়িতে মজুত থাকা বেআইনি বাজিতে বিধ্বংসী আগুন, প্রাণ গেল একরত্তির

Advertisement

দীর্ঘ অতিমারি পর্ব পেরিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন ছাত্রছাত্রীদের নিয়ে পালন করা হয় বসন্ত উৎসব। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ, শিক্ষক কৌশিক সেন, তপন বসাক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এদিন পার্বতী দেবী এফ পি স্কুলের ছাত্রছাত্রীরা নাচেগানের র মাধ্যমে বসন্ত উৎসবে মেতে ওঠে।প্রতিবছরই বিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসব পালন করা হয়। কিন্তু বিগত দুবছর করোনা থাকায় তা সম্ভব হয়নি।

দীর্ঘকাল অতিমারি করোনার প্রকোপ কাটিয়ে এবার বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অতি উৎসাহ দেখা যায় বসন্ত উৎসবকে কেন্দ্র করে বলে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ।

আরও পড়ুন: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, মৃত ৪ আহত শতাধিক

Advertisement

অন্যদিকে, বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের নীলকুঠি গ্ৰামে দোল উৎসবে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। জানা গিয়েছে, করণদিঘি ব্লকের নীলকুঠি গ্ৰামে প্রাচীন কাল থেকেই আদিবাসী সম্প্রদায়ের লোকজন দোল উৎসব শুরুর কয়েকদিন আগে থেকেই উৎসবের আনন্দে সামিল হন। আদিবাসী নিত্যগান, বাজনা মাদল বাজিয়ে পায়ে হেঁটে গ্ৰামে প্রতিটি বাড়িতে গান বাজনা করেন, এরপর দোল পূণিমা দিন পূজা অর্চনা করে রঙ খেলায় মেতে উঠেন তাঁরা।

আরও পড়ুন: ভাগ্য সদয় থাকলে ১০ টাকায় পেয়ে যেতে পারেন জোড়া খাসি, বিলিতি মদ, মুরগি, ইলিশ!

এদিকে দোল উৎসবের আগে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমানে বেআইনি বিলিতি ও দেশী মদ উদ্ধার করল রায়গঞ্জ পুলিশ। বেআইনিভাবে মদ রাখা ও বিক্রির অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় অবৈধ উপায়ে মদ বিক্রি করার জন্য দোকানে অভিযান চালাল রায়গঞ্জ থানার পুলিশ। অভিযান চালাতে গিয়ে অবৈধ মদ ব্যবসায়ীদের সঙ্গে বচসায় জড়িয়ে যায় পুলিশ।রায়গঞ্জ শহর ও তার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামীণ এলাকায় এই অভিযান চালানো হয়। এই অভিযানে প্রচুর পরিমাণ দেশী ও বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এবং দুজনকে আটক করেছে বলে জানা গিয়েছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.