গরমে নাজেহাল দক্ষিণ, কয়েক পশলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ উত্তরের একাধিক জেলা
Connect with us

বাংলার খবর

গরমে নাজেহাল দক্ষিণ, কয়েক পশলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ উত্তরের একাধিক জেলা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দক্ষিণের বাসিন্দারা যখন দহন জ্বালায় দ্বগ্ধ তখন এক পশলা ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হল উত্তরবঙ্গের একাধিক জেলা। মঙ্গলবার রাতে প্রায় ১৫ মিনিটের ঝড়ে বহু বাড়ির ক্ষতি হওয়ার পাশাপাশি শিলাবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচাবাড়ি ও চাষের ফসল।

জানা গিয়েছে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাতে ঝড় ও শিলাবৃষ্টি হয়। ঝড়ে ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরাম পল্লী ও রমজান পল্লী এলাকার বহু ঘরের টিনের ছাদ উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় টিনের বেড়াও। উত্তর ধুপঝোরা এলাকায় শিলাবৃষ্টির জেরে বহু ঘরবাড়ি ও কৃষি জমির ক্ষতি হয়েছে। বিদ্যুৎ হীন হয়ে যায় সমগ্ৰ এলাকা।

আরও পড়ুন: রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা সংসদের

Advertisement

মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৮ টা নাগাদ হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ওই সময় অনেকেই বাজারঘাট থেকে ফিরছিল। ক্ষুদিরাম পল্লী এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার সময় ঝড়ের কবলে পড়ে এক নাবালক। কোনওক্রমে প্রাণে বাঁচে সে। স্বল্পক্ষণের এই ঝড়বৃষ্টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার প্রায় ৪০ টি বাড়ি ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রী সহ রাজ্য সরকারকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। খোঁজ নিয়ে দেখে সরকারি নিয়মে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে।

আরও পড়ুন: আনিস খান হত্যাকাণ্ডে রাজ্যের রিপোর্ট নিয়ে চাঞ্চল্যকর দাবি আইনজীবীর

এদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ বেড়েই চলেছে। পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। বাঁকুড়া, বীড়ভূম, বর্ধমান কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ তীব্র দাবদাহে জ্বলছে। গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বেলা বাড়তেই শুনশান রাস্তা ঘাট। কবে বৃষ্টি আসবে, সেই আশায় চাতকের মতো অপেক্ষায় মানুষ।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.