বাংলার খবর
গরম পড়তেই হাহাকার পানীয় জলের, প্রতিবাদে পথঅবরোধ গ্রামবাসীদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কাকুড়ডাহি এলাকায় পানীয় জলের সমস্যা বহু দিনের। স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানিয়েও মেলেনি সুরাহা। বাধ্য হয়ে পথ অবরোধ গ্রামবাসীদের।
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কাকুড়ডাহি এলাকার ঘটনা। কাকুড়ডাহি এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। গ্রামবাসীরা বার বার জানিয়েছেন পঞ্চায়েত প্রধান থেকে ব্লক প্রশাসনকে তা সত্ত্বেও পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। অবশেষে বাধ্য হয়ে বুধবার কাকুড়ডাহি এলাকার গ্রামবাসীরা পথ অবরোধ করে।
আরও পড়ুন: SSC মামলায় স্বস্তি পার্থর, শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ কোর্টের
পথ অবরোধকারী গ্রামবাসীরা এদিন বলেন, ”ওই এলাকায় কুয়ো একটি রয়েছে। তবে ওই কুয়োর জল কাদামাখা, সেই জল একেবারে খাওয়ার অযোগ্য। ওই জলে শুধু মাত্র স্নান করা যেতে পারে। নিরুপায় হয়ে আমাদেরকে একমাস ধরে ওই জল পানীয় জল হিসাবে ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বার বার বিষয়টি জানালে তিনি আজ ব্যবস্থা করে দেবো কাল ব্যবস্থা করে দেবো বলে একমাস কাটিয়ে দিলেন। তাই অবশেষে আমাদের এই পানীয় জলের সমস্যা নিয়ে ব্লক প্রশাসনের কাছে আবেদন যেনো দ্রুত আমাদের পানীয়জলের সমস্যা সমাধান করেন।”
আরও পড়ুন: ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু তদন্তে পুলিশ, এলাকায় চাঞ্চল্য
সেইসঙ্গে তাঁরা বলেন একদিকে প্রখর রোদ সেইসঙ্গে রয়েছে প্রচন্ড গরম তারই মধ্যে পানীয় জলের সমস্যার সম্মুখীন আমাদের গ্রামবাসীরা। তাই চরম দুর্ভোগে দিন কাটছে আমাদের এই এলাকার মানুষজনের। তাদের এই দাবি নিয়ে এদিন গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের কাকুড়ডাহি গ্রামে মানুষজন একত্রিত হয়ে বাড়ি থেকে বালতি, কলসি নিয়ে কমলাশোল এলাকায় রাস্তা অবরোধ করেন। তবে ওই অবরোধকে কেন্দ্র করে ওই এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। অবিলম্বে পানীয় জলের সমস্যার সমাধান না হলে আগামীদিনে তাঁরা বৃহত্তর আন্দোলন করবেন বলেও জানান।