বাংলার খবর
দলমার দাঁতালদের তান্ডব অব্যাহত, আতঙ্কে গ্রামবাসী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঝাড়গ্রামের গড় শালবনি এলাকায় রাজ্য সড়কের উপর হাতি, স্তব্ধ যানবাহন চলাচল। ঝাড়্গ্রাম জেলাজুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে।
রবিবার সকাল থেকেই খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয় ঢুকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় হাতি তাণ্ডব শুরু করেছে।
রবিবার সকালে একটি দাঁতাল হাতি এই জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি এলাকায় রাজ্য সড়কের ধারে থাকা একটি হোটেলে ঢুকে পড়ে। যারফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে হোটেল এর ভিতর থেকে স্থানীয় জঙ্গলের দিয়ে তাড়িয়ে দেয়।
আরও পড়ুন: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ পুলিশের জালে ১
এদিকে ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঝাড়গ্রাম লোধাসুলি রাজ্য সড়কের মাঝে গড় শালবনি এলাকায় রাজ্য সড়কের উপর একটি দাঁতাল হাতি দাপিয়ে বেড়ায়। যারফলে ঝাড়গ্রাম লোধাসুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
হাতি রাস্তার উপর দাপিয়ে বেড়ানোর ফলে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে বাসে থাকা যাত্রীরা। রবিবার সন্ধ্যার মুখে বেশ কয়েক ঘণ্টা ধরে রাস্তার উপর দাপিয়ে বেড়ায় হাতি।ওই এলাকার বাসিন্দারা রাতের বেলা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। বনদফতরের কর্মীদের চেষ্টায় রাজ্য সড়কের ওপর থেকে হাতিটিকে জঙ্গলের দিকে পাঠানো হয় ।
রাজ্য সড়কের উপর থেকে হাতি জঙ্গলের দিকে চলে যাওয়ার পর ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু হয় । যেভাবে প্রতিদিন রাজ্য সড়কের উপর হাতি চলে আসছে তাতে বিভিন্ন গাড়ির চালকরা গাড়ি চালাতে সমস্যায় পড়েছেন।
আরও পড়ুন: রেল পরিষেবার আধুনিকরণ, দেশে সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং এবার ব্যান্ডেলে
দিনের বেলা যদি এই ঘটনা ঘটে রাতের বেলায় কী ঘটবে তা নিয়ে এলাকার বাসিন্দারা চিন্তায় রয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।