বাংলার খবর
রাস্তার ধারে ত্রিফলা স্ট্রিট লাইট সাক্ষাৎ মরণ ফাঁদ! আতঙ্কে ঝাড়গ্রামবাসী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লাখ লাখ টাকা খরচ করে ঝাড়গ্রাম শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য ত্রিফলা ও স্ট্রীট লাইট লাগানো হয়েছে। কিন্তু সেই ত্রিফলা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
ত্রিফলা থেকে তার বেরিয়ে রয়েছে। কোথাও ত্রিফলা ও স্ট্রিটলাইট একই জায়গায় লাগানো রয়েছে। আবার কোথাও ত্রিফলা হেলে পড়েছে । কোনও রক্ষণাবেক্ষণ করা হয়নি। পৌরসভার কোনও নজর নেই। রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের শক খেয়ে মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। যেভাবে ত্রিফলা থেকে তার বেরিয়ে রয়েছে তাতে যেকোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা।
পরিকল্পনাবিহীন ত্রিফলা ঝাড়গ্রাম শহরে লাগানো হয়েছে। ঝাড়গ্রাম শহরের সৌন্দর্যের জন্য ।কিন্তু তার কোনও রক্ষণাবেক্ষণ নেই এবং কি অবস্থায় রয়েছে ত্রিফলা গুলি সেদিকেও পৌরসভার কোনও নজর দেয়নি বলে অভিযোগ। বৃষ্টি শুরু হতেই আতঙ্ক দেখা দিয়েছে শহরে।
আরও পড়ুন: Big Breaking: কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নয়, পুরোনো পদ্ধতিতেই ভর্তি হওয়া যাবে স্নাতক স্তরে
ঝাড়গ্রাম শহরের বাসিন্দাদের অনুমান, সঠিকভাবে পরিকল্পনা করে ওই ত্রিফলা গুলি লাগানো হয়নি এবং শুধুমাত্র টেপ দিয়ে তার মুড়ে দেওয়া হয়েছে। যার ফলে তারগুলি ত্রিফলা থেকে বেরিয়ে রয়েছে। বর্ষার জলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা শহরবাসীর। এ বিষয়ে পৌরসভার কোনও হেলদোল নেই বলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: মন্দির সংস্কারে সম্প্রীতির নজির, মুসলিম শিল্পীর তুলির টানে জীবন্ত রূপ পাচ্ছে ৩৫০ বছরের পুরোনো মন্দির
প্রশাসনের এমন উদাসীনতায় পৌরসভার উপর ক্ষুব্ধ ঝাড়গ্রাম পৌরসভা এলাকার বাসিন্দারা যদিও এই ঘটনায় পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।