বাংলার খবর
স্নানযাত্রা শেষেই জ্বরে আক্রান্ত হবেন জগন্নাথ দেব, সাজ-সাজ রব কোলাঘাট রাধামাধব মন্দিরে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রাচীন রীতি মেনে রথযাত্রা শুরুর ১৫ দিন আগে কোলাঘাট রাধামাধব মন্দিরে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা।
এই স্নান যাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেবের আরাধনায় মেতে ওঠেন সকল মানুষ। রথযাত্রাকে সামনে রেখে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রাধামাধব মন্দিরে প্রাচীন প্রথা অনুযায়ী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন করা হয়।
চল্লিশ বছর ধরে এই রথ যাত্রার মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠেন বহু মানুষ। এই দিন সকাল থেকেই পুজো পাঠের মধ্য দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন করা হয়। এই বিষয়ে মন্দিরের পুরোহিত ভীম চন্দ্র দাস জানিয়েছেন রথ যাত্রার ১৫ দিন আগে অর্থাৎ আজ প্রাচীন প্রথা মেনে পুজো পাঠের মধ্য দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রক্রিয়া শেষ করা হয়।
আরও পড়ুন: ১০৮ ঘড়া জলে স্নানযাত্রা জগন্নাথের, পুরীর মন্দির জুড়ে সাজ সাজ রব
এরপর ১৫ দিন ধরে চলবে এই পূজো পাঠ, তারপরই রথ যাত্রা। হাজার হাজার মানুষ এই রথযাত্রায় সামিল হয়ে থাকে। পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী কোলাঘাট রাধামাধব মন্দিরে প্রাচীন প্রথা মেনে কার্যত মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল রথযাত্রা।