জেলায়-জেলায় রঙের উৎসবে মাতোয়ারা আমবাঙালি
Connect with us

বাংলার খবর

জেলায়-জেলায় রঙের উৎসবে মাতোয়ারা আমবাঙালি

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যেন ডাকিল পিছে বসন্ত এসে গিয়েছে…। হ্যাঁ বসন্ত এসে গিয়েছে। খাতায় কলমে চৈত্রের শুরু হলেও বসন্তের ফাগুন হাওয়ায় মাতোয়ারা আকাশ-বাতাস। লেগেছে দোল উৎসব।

আর দোল আসলে পুরনোকে বিদায় জানিয়ে ফাগের রঙে মেতে ওঠার উৎসব। গোটা বাংলার সঙ্গে সঙ্গে শুক্রবার সকাল থেকেই রঙের উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে বাঁকুড়া সতিঘাটের গন্ধেশ্বরী নদীর তীর। এদিন রাত ১ টা ৫৭ মিনিটে দোলযাত্রার আগের দিন পালিত হল ন্যাড়া পোড়া বা চাঁচর উৎসব।

‘আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল।’ দোল খেলার আগের দিন এই দুটি শ্লোকের সঙ্গে বাঙালি পরিচিত প্রায় অনেক দিনের। শুকনো খড়, পাতা, গোবরের ঘুটে দিয়ে এককথায় ‘বুড়ির ঘর’ জ্বালিয়ে এই উৎসব পালিত হয়। তারপর আগুন নিভিয়ে আগুন বাড়িতে নিয়ে যাওয়া হয় বিভিন্ন বালতি বা হান্ডার মাধ্যমে।

Advertisement

আরও পড়ুন: অদিতির ‘মুন্সিয়ানায়’ বিধানসভায় বসন্তের রঙিন আমেজ! রবীন্দ্র সঙ্গীত দিয়েই শেষ হল এই সপ্তাহের অধিবেশন

কথিত আছে, পুরাণ অনুসারে এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু হোলিকা দহন এর মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন। প্রাচীনকালে ঋষি কাশ্যপ ও দিতির দুই পুত্র হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু দুর্নামের জন্য বিখ্যাত বা অখ্যাত ছিলেন। অসুর ভাইদের একমাত্র বোন হোলিকাও তাঁর ভাইদের চেয়ে কিছু মাত্র কম ছিলেন না। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত। সেই অপরাধে তাকে আগুনে পুড়িয়ে মারবার ফন্দি আঁটেন হোলিকা।

যদিও আগুনের অপপ্রয়োগের ফলে হোলিকা নিজেই সেই আগুনে পুড়ে ছাই হয়ে যান। সেই সময় থেকেই অশুভ শক্তির বিনাশ হিসেবে হোলিকা দহন বা চাঁচর বা ন্যাড়া পোড়া পালিত হতে থাকে। এই উৎসব পালন করেন হিন্দিভাষী সমাজের মানুষেরা। ওই সমাজের পুরুষ এবং নব্য বিবাহিতা মহিলারা সকলেই অংশগ্রহণ করেন এই উৎসবে। যদিও অবাঙালিদের সঙ্গে সঙ্গে দোল বা তার পরেরদিন হোলি উৎসব সবেতেই সামিল হতে দেখা যায় আমবাঙালিকেও।

Advertisement

আরও পড়ুন: বিধানসভায় কৃষ্ণ কল্যাণী সহ চার বিধায়কের আসন বদল, মুকুল রায়ও পেলেন নতুন আসন

অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাশলা গ্রামেও পালিত হচ্ছে বসন্ত উৎসব। রঙের উৎসবে মাতোয়ারা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লক এর পাশলা গ্রামের মানুষজন।বাচ্চা থেকে বুড়ো সকলেই এদিন বসন্ত উৎসব বের করে গোটা গ্রাম ঘুরে নানা রঙে রাঙিয়ে তোলেন একে-অপরকে।মুর্শিদাবামুদ জেলার নবগ্রাম ব্লকের পাশলা গ্রামেও পালিত হচ্ছে বসন্ত উৎসবরঙের উৎসবে মাতোয়ারা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লক এর পাশলা গ্রামের মা

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.