বাংলার খবর
গরমে পুড়ছে বাংলা, টানা ১৩ দিন বিদ্যুৎহীন এই গ্রাম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এপ্রিলের তীব্র গরমে নাজেহাল অবস্থা। টানা গরমে দেখা নেই বৃষ্টির। সকাল থেকে রাত নেই স্বস্তি! কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা গোটা বাংলার। এরই মধ্যে অসহ্য গরমে বগত ১৩ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় পড়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর একটি গ্রাম।
জানা গিয়েছে, কোনওরকম ঝড়বৃষ্টি বা বজ্রপাত নয় শুধুমাত্র ট্রান্সফরমার পুড়ে গিয়ে এই বিপত্তি। এই বিষয়ে কোনও হেলদোল নেই স্থানীয় প্রশাসন এবং বিদ্যুৎ দফতরের। যারফলে গত ১৩ দিন ধরে পূর্বস্থলী থানার কালেকাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশ্বরম্ভা কাঁদাপাড়া গ্রামে চলছে না পাখা। জ্বলছে না আলো। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবছে গোটাগ্রাম। এমনই অস্বস্তিকর গরমে ভুক্তভোগীর শিকার গ্রামের প্রায় ২৫০টি পরিবার। শুধু তাই নয়, গ্রামবাসীদের অভিযোগ, টানা ১৩ দিন ধরে এই অবস্থা চললেও প্রশাসনের এই বিষয়ে কোনও ভ্রূক্ষেপ নেই। ট্রান্সফর্মার সারাই করতে নেওয়া হচ্ছে না কোনও ব্যবস্থা।
আরও পড়ুন: দেড় কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার ২ মহিলা
গ্রামবাসীদের অভিযোগ, ট্রান্সফর্মার পুড়ে যাওয়ায় গত ১৩ দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে সেটি। এই বিষয়ে কোনও ভ্রুক্ষেপ নেই প্রশাসন ও বিদ্যুৎ দফতরের। বিদ্যুৎ দফতরের গাফিলতির কারণে গত ১৩ দিন ধরে বেজায় গরমে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটাগ্রাম। প্রবল গরমে কাজ করতে সমস্যা হচ্ছে। রাতেও ভালো করে ঘুম হচ্ছে না কারও। অসুস্থ হয়ে পড়ছেন গ্রামের শিশু, বয়স্ক ব্যক্তিরা।
আরও পড়ুন: SI পদে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
বিশ্রাম নিতে গাছের ছায়া আর হাত পাখাই ভরসা এখন তাঁদের। তীব্র গরমের মধ্যে ঘরে থাকাই এখন দায় হয়ে উঠেছে। যদিও গ্রামে বিদ্যুৎ ফিরিয়ে আনার জন্য বিদ্যুৎ দফতরের তরফে প্রাথমিক ভাবে আশ্বাস দেওয়া হলেও এখনও কাজের কাজ কিছুই হয়নি বলে জানিয়েছেন গ্রামবাসীরা।